৪. কবিতা: বেদনা
বিশ্বনাথ বিশ্বাস
তখন বাতাসে একটা মিষ্টি গন্ধ
খড়ের চালে পাক ধরছে
কেবল হ্যারিকেন আলো
মৃত সকালের খোঁজে
ব্যস্ত ট্রামলাইন আঁকড়ানো হাতিশুঁড় গাছ
অপেক্ষায় মায়াপুর লোকাল
ভুট্টার আগুনে ছেঁকে নেওয়া
কচি শরীর হাঁপিয়ে ওঠে সমুদ্র সৈকতে
মনে পড়ে সকালের বাসি ভাত
কাদামুখ পথিকের পাশে
উত্থিত বেদনায় পৃথিবী শিরা ভাঙ্গে
নেশার জোয়ারে ভাসা মহুয়ার গাছে
৫. কবিতা: নীলরোদ্রের ঘ্রাণ
বিশ্বনাথ বিশ্বাস
কুয়াশা: দূর্বায় ঢলে পড়ে
অনামিকায় জড়ানো এভারেস্ট চূড়া
পাতা ঝরা চৈত্রের বুলি
লেগে আছে পেয়ারার বাকলে
মোরগ চাপা ভোর, ভবঘুরে চাঁদের পিঠে
সাদা কালো কিছু কথার মহড়া
লোপাট করা বটের অন্তরীক্ষে
নীলরোদ্রের ঘ্রাণ মেখে নিচ্ছে বসন্ত
আপেল খোসার আঙুর রসে
উথলে ওঠে নীল আকাশী দোয়াত
৬. কবিতা: প্ল্যাটফর্ম
বিশ্বনাথ বিশ্বাস
নির্জীব জড়বস্তু, লোকালয়ের বাইরে দাঁড়িয়ে
বক্ষচ্ছেদ করে তার চলছে ট্রেন সাপের মতো
প্রাণ নেই তবু যেন কত প্রাণের সমাগম
দিনরাত চেঁচামেচি তবু মনে হয় সে যেন চুপচাপ
কত করি পদাঘাত তবুও সে করেনা রাগ
মায়ের মত আগলে রাখে
মায়ের মত কোমল কোলে বিশ্রাম নিই কত রাত।
পারেনা সে কথা বলতে তবুও সে বলে কথা
আওয়াজ করে ডেকে দেয় সে তার বিশ্রামকারীদের
সে যেন কথা বলে করে দেয় সবাইকে সজাগ
'ধনুক থেকে ছুটল তীর করবে এসে আঘাত'
ধীরে ধীরে আসলো ট্রেন এই স্টেশনে
একে একে সবাই গেল
এখন কোন যাত্রী নেই এইখানে।
দিনরাত সবাইকে করে আমন্ত্রণ, জান কি তার নাম
সে হল নির্জীব জড়বস্তু, শুধু্ই প্ল্যাটফর্ম।
৪. কবিতা: বেদনা
বিশ্বনাথ বিশ্বাস
তখন বাতাসে একটা মিষ্টি গন্ধ
খড়ের চালে পাক ধরছে
কেবল হ্যারিকেন আলো
মৃত সকালের খোঁজে
ব্যস্ত ট্রামলাইন আঁকড়ানো হাতিশুঁড় গাছ
অপেক্ষায় মায়াপুর লোকাল
ভুট্টার আগুনে ছেঁকে নেওয়া
কচি শরীর হাঁপিয়ে ওঠে সমুদ্র সৈকতে
মনে পড়ে সকালের বাসি ভাত
কাদামুখ পথিকের পাশে
উত্থিত বেদনায় পৃথিবী শিরা ভাঙ্গে
নেশার জোয়ারে ভাসা মহুয়ার গাছে
৫. কবিতা: নীলরোদ্রের ঘ্রাণ
বিশ্বনাথ বিশ্বাস
কুয়াশা: দূর্বায় ঢলে পড়ে
অনামিকায় জড়ানো এভারেস্ট চূড়া
পাতা ঝরা চৈত্রের বুলি
লেগে আছে পেয়ারার বাকলে
মোরগ চাপা ভোর, ভবঘুরে চাঁদের পিঠে
সাদা কালো কিছু কথার মহড়া
লোপাট করা বটের অন্তরীক্ষে
নীলরোদ্রের ঘ্রাণ মেখে নিচ্ছে বসন্ত
আপেল খোসার আঙুর রসে
উথলে ওঠে নীল আকাশী দোয়াত
৬. কবিতা: প্ল্যাটফর্ম
বিশ্বনাথ বিশ্বাস
নির্জীব জড়বস্তু, লোকালয়ের বাইরে দাঁড়িয়ে
বক্ষচ্ছেদ করে তার চলছে ট্রেন সাপের মতো
প্রাণ নেই তবু যেন কত প্রাণের সমাগম
দিনরাত চেঁচামেচি তবু মনে হয় সে যেন চুপচাপ
কত করি পদাঘাত তবুও সে করেনা রাগ
মায়ের মত আগলে রাখে
মায়ের মত কোমল কোলে বিশ্রাম নিই কত রাত।
পারেনা সে কথা বলতে তবুও সে বলে কথা
আওয়াজ করে ডেকে দেয় সে তার বিশ্রামকারীদের
সে যেন কথা বলে করে দেয় সবাইকে সজাগ
'ধনুক থেকে ছুটল তীর করবে এসে আঘাত'
ধীরে ধীরে আসলো ট্রেন এই স্টেশনে
একে একে সবাই গেল
এখন কোন যাত্রী নেই এইখানে।
দিনরাত সবাইকে করে আমন্ত্রণ, জান কি তার নাম
সে হল নির্জীব জড়বস্তু, শুধু্ই প্ল্যাটফর্ম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন