"পূজোর উড়ো উড়ো মন প্রেম অনু তোমায় একপশলা উজানি স্রোত মাঝির নোঙর সামলে,ধরো তোমার আঁচল,,,,"
কবিতাগুচ্ছ: "অনুকে-১"
ময় শুকিয়ে এসেছে অনু
আঁচল ঢেকে নাও শরীরে।
গ্রহদের দ্বারে বৃষ্টি নামে।
দু-একটা বরফ ডেলাও প'ড়ে।
কাঁধের জামা ঠিক করো অনু।
ঝড় উঠতে পারে বুকে।
পিঁপড়েগুলো মাটি খাচ্ছে শুঁকে।
সময় নিরাশ প্রকৃতিকে
একলা আঁধারে ফেলে যায়
গোধূলি সন্ধ্যা কালে
কথা চলে মিলনের সুখে।
পাতাবাহার বসন্ত মেখে নেয়
শ্যাওলায় আক্ষেপ রক্ষা পায়
তর্ক চলে পরস্পরের মুখে মুখে।
অভিমান জমে লিপস্টিকে
আমিও ঠোঁটের পার ভালোবাসি
রক্ত আদর জমে প্রভৃতি বুকে।
আমরা দুজনে আবারও
ভুলে ফিরে আসি. . .
#আরিয়ান প্রিয়স(পাল)
"অনুকে-২"
শরীরটাকে গুটিয়ে নিচ্ছো সুখে
পরিণতির উত্তরে থমকে হৃদয়।
প্রতিক্রিয়ার প্রকাশ জাফরান ঠোঁটে।
অন্তরে জন্মে ওঠে চাপা সংশয়
বুকের ভাঁজে লেগে থাকে
ঐতিহাসিক শাহাজাহান সুখী
মমতাজ যন্ত্রণা।ক্রমশ প্রকাশ্য ।
ওঠো অনু দিন যে নাভির মুখে
অন্তর দ্বন্দ্বে একের পর এক
কাটাকুটির দান দিয়ে চলেছে
রূপের বয়স হয়নি এখনও
তোমার।থমকেছে প্রত্যয়।
যা কিছু মেলে দিয়েছো ভোরে
রবির উদয় রক্ত শুষে খায়।
বিছানায় পরে রয়েছে স্মৃতি
অভিমান রেখে দেয় শুকনো পাতা।
স্বপ্ন প্রেমে আকাশকুসুম
ভেবে উঠি।দিনের আলোয়
ক্রমশ মুছে যায়।।
#আরিয়ান প্রিয়স(পাল)
"অনুকে-৩"
তখনও বীর্য চুইয়ে পড়ছে
শরীরে।কতটা ঘনিষ্ট আমি।
তোমার ঠোঁটের সময় খুঁজি।
নোঙর খানা সজাগ করো
তবে।তোমার হাতের ছোঁয়ায়
নিজের শরীর টুকুই মুছি।
আলগা কাপড় আগলে ধরো।
কথা ছলে বেঁধে রেখেছি
তোমায়।যদিও রাত্রি গভীর হতো।
আঁচল যদি আবার পড়ে যেতো!
অনেক সাগর পার করে
তোমার কাছে যেতাম।
নেহাত ক্ষতের ঘায়ে মিশে. .
কাম সুখ সজাগ করেছে
হৃদয়ে তখনও সংশয় ।
এবার তবে মেলে দাও শরীর
আমি রক্ত নেবো চুষে।।
#আরিয়ান প্রিয়স(পাল)
"অনুকে-৪"
তোর সুখে ভিজেছি আমি,
উদ্দীপনা মেখে নিয়েছি ঠোঁটে,
মেলেছিস স্তনে রসপ্রাপ্তি অসুখ।
আমার শতকোটি বসন্তে
রেখে যাস শুকনো গোলাপ।
ফাগুন এসে চেটে নেবে শরীর।
মুছে দেবে অনন্ত অতীত।
ঘাসের ওপর শুয়ে আছিস
নগরের নগ্ন উর্বশী তুই
রোজ বসন্ত ফোটে বুকে।
পাতাঝড়া সুখে আমিও হারাই।।
অনু আজ মেখে নি তোকে
স্মৃতিগুলো হোক পাথুরে।চটচটে।
সময় নিরাশ গণিতের চোখে
মিশে গেছে অজানা অন্ধ-ক্ষতে
উড়ে গেছে পাহাড়ি খুশি বসন্ত রেখে।
#আরিয়ান প্রিয়স(পাল)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন