মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮

উমা পর্ব--৮



পরীকাহিনী
..................

ফিরোজ আখতার


| ১ |
রাত বারোটার পরপর-ই স্বরবর্ণের স্টপেজে এসে
ভিড় করে পরীদের দল । হলদেটে আলো-আঁধারি'তে
তাদের খিলখিল হাসি'র সাথে মিশে যায় পীতনগরী'র
নেকড়ের দল, মেরুদন্ডী সভ্যতার ছদ্মবেশে ৷

| ২ |
শুরু হয় নগ্নতা'র কেনাবেচা ও দরদাম
প্রবৃত্তি'র বহুমাত্রিক জ্যামিতিক স্বার্থের ধারালো কোণে
হোঁচট খেয়ে ফিরে আসে বিবেক...
সেখানে শুধু পচা নারীমাংসের ইরোটিক গন্ধ ৷

| ৩ |
মোম লাগানো দড়ি'র শক্ত ও মসৃণ গেরো'র মতো
ছল ও ছলনা জমাট বাঁধে পরীদের স্তনবৃন্তে
কামনা'র গলিত ম্যাগমা তাদের বুকের উপত্যকায়
ক্ষুন্নবৃত্তি'র ছদ্মবেশে আন্দোলিত হয় ৷

| ৪ |
হঠাৎ-ই ঝিলিক দিয়ে ওঠে পরীদের শ্বদন্ত
বিকৃত ডানাগুলি ঝলমল করে ওঠে
বিপথগামী নেকড়েদের দাঁত-নখ হারিয়ে আসে
আইভরি রশ্মি'র শিরায় শিরায় ৷ পরীরা বলে ওঠে তথাস্তু !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন