কবিতাগুচ্ছ
রাজিত কুমার বন্দোপাধ্যায়
১.
রক্তাক্ত যোনি ব্যথায় দীর্ণ
তবু সে এসেছে মধুর হেসে --
আসার পথের রক্ত লেখা ,
যৌবন মদে পুরুষত্ব মাখা !
তোমার উমা ফিরেছে ঘরে
রক্ত যোনির ধারায় ধুয়ে --
একি শুদ্ধতা মাখা তোমার পৃথিবী
উন্মাদেরা আছে উল্লাসে মেতে !
এখানে শান্তি , এখানে বৈভব
এখানে এখন মা যশোরেশ !
তোমার উমা ছিন্নভিন্ন --
থাকুক না মা আগের মলিন বেশ ।
তোমার ঘরের উমার দেখো
সে কী হর্ষ , সে কী যৌবনের বেশ --
পূজোর গন্ধে ধূপ আর ধূনোয়
নেই পতিতার মাটির ক্লেশ !!
***
২.
কে এলি মা ঘরেতে মোর
উমা নাকি এতো মলিন মুখ !
সে আসেনি সঙ্গে বলে --
তোর অন্তরে নেই কি সুখ ?
সে কি আছে মা তোর সদাশিব
পকেটে তাঁর উচ্চ ন্যায়ালয়ের 'স্লিপ'!
তাই নিয়ে সে ফিরছে যে হায় --
দুনিয়াটা যেন তাঁর পিঙ্গল ছায় ।
এখন তো আর নেইকো দায় ,
ব্যভিচারে আর নেই কো ভয় ।
জগৎ জুড়ে নারী পুরুষ --
নেইকো আর উঁচু - নীচুর জয় ;
সব ভুলে এই শারদ উৎসবে
গাও উচ্চে জয় ন্যায়ালয়ের জয় !
***
৩.
তুষার ধবল অমল আলোয়
বেজার মুখ উমা আসছে ঘরে ;
জগৎবাসী তক্তপোষী --
মা উৎকন্ঠায় দিন গোনে প্রহরে !
বাজারের দাম দাবানল যেন ,
কাজের পকেট ফাঁকার ঘোরে --
বেরোজগারী অঙ্গের ভূষণ মা
তোর মলিন বেশও হারে !
তোর সাথে মা ফারাক কোথায়
কে জানে তা কোনখানে --
সঙ্গে আবার পতির পরকীয়া ছাড়ে
এবার পূজো মা উচ্চ চালে !!
***
৪.
শারদ উৎসবে আজ বেপরোয়া ভাব ,
জীবনের মানে যে বদলেছে !
তোমার উমা ছেড়ে আজ মান্ধাতা সাজ --
আমার আধুনিক রসে মজেছে ।
রক্ত আলেখ যোনি যদিও বারবার --
তবু উগ্র যৌনতা ভালোবেসেছে ;
শিবের ত্রিশূল পুরোনো সে আজ ,
কনডোম ঢাকা পুরুষত্বের খোঁজে --
পুঁই - পিচ্ছিল পথে চলেছে !
তোমাদের গড়া সমাজের কড়া
ছিন্নভিন্ন আধো সে ন্যায় --
নতুন দিনের নতুন উৎসবে তাই
হিন্দুত্ব হলো বরাবর ব্যায় !
নারী অধিকার শুধু পুরুষের বরাবরে --
জীবনের মাটি আঁকড়ায় না আজ ,
জীবন এখন জীবন শুধু --
পুরানোতে বেঁচে আর নেই কাজ !!
***
* শারদোৎসবের এক অঙ্গ হল তার আগমনী গান । যা মা উমার ও তাঁর জগৎবাসীর সুখ দুঃখ বয়ান করে । সেই আগমনী গীত ও কবিতা মিশিয়ে আজকের আটপৌড়ে জীবনের সুখ দুঃখ , কিছুটা বিদ্রুপ আর কিছুটা দুঃখের উত্তাপ রচনার চেষ্টা করেছি । পাঠকেরা নিলে সার্থক নচেৎ কুঁড়োদানে । ~ রাজিত
অবশেষে মুক্তি পেল আমার কবিতা গুচ্ছ । এর জন্য সুপ্রীতি বর্মন ও চন্দ্রমুখী ব্লগের সবাইকে ধন্যবাদ ও শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি ।
উত্তরমুছুনঅবশেষে মুক্তি পেল আমার কবিতা গুচ্ছ । এর জন্য সুপ্রীতি বর্মন ও চন্দ্রমুখী ব্লগের সবাইকে ধন্যবাদ ও শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি ।
উত্তরমুছুন