১. কবিতা:
উচ্ছলন
সুখবিন্দর সরকার
এক নদী সাঁতার কাটা জ্যোৎস্না
ঢেউ গোনে বেকসুর মাঝি
পাহাড়ী কান্নায় ঝর্ণার চোখে
বৈষ্ণব রাগিণী
আঁধার লুকানো মলিন কান্না পাহারায় জেগে কাটে রাত ভরাট কিতায়
কলমি শাকের শোক
উচ্ছৃঙ্খল পাটাতন জলন্ত যোনিমুখ
খোলস ছাড়ে উলঙ্গ ফোকাস
প্রেমের বলিদান প্রহরীর সান্ত্বনা
জলসায় নখীলা চামচ
প্রেম বনাম যুদ্ধ= উপবাসি মৃত্যু
####
২. কবিতা:
মতলবে
সুখবিন্দর সরকার
তোমার নূপুর ছুঁয়েছি জিভ বরাবর
অচ্ছুত প্রেম শেকল দিয়ে আঁকা
ভরা নদীর স্রোত বুক বরাবর
তোমার সাথে মেলে
পুরনো রাত
নকশা বদল নকশীকাঁথার মাঠ
বোতামের চারপাশে সেলাইহীন
নজরবন্দি চোখ
৩. কবিতা:
হৃদ মাঝারে
সুখবিন্দর সরকার
খোলাচোখ আঁধার লিপষ্টিক
স্মৃতির মন্থন অমোঘ ফ্ল্যাশব্যাক
'তুমি' কিম্বা তোমার মতো
পথের দাঁতে একরাত বিবেকি
ফুলশয্যা...
রাতশেষে উপবাসি যৌনতা
চিকন ভ্রু'তে মেকাপ
###
৪. কবিতা:
পথের সাথি
সুখবিন্দর সরকার
কথার ফাঁকে আস্ত ঢেকুর
ঝরা পাতার শামিয়ানা বাসি
রোদের চুলকানি
ফেরার পথে নূতন রাত অপেক্ষায়
যৌন থাবায় মৃত কিশোরীর বলিদান
স্বরবর্ণ++
সবুজ ক্ষেতে নীল জিরাফের চুমু
অমীমাংসায় শারদ সকাল শিশির
ভেজা শিউলির জ্বর
###
৫. কবিতা:
গোড়িলা পার্ক
সুখবিন্দর সরকার
মায়ামুখর সন্দিহান কলম্বাস রাত
মনের চোখে 'বিসলারি' ঠোঁট
মায়া কাটে মন্দির চত্বর
মায়ামৃগ ভক্তির ভোগ
চেতনা-চৈতন্য ছয় কন্যা হরণ
যুধিষ্ঠিরের স্বপ্ন সম্মোহনী রাত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন