কবিতা
দূরত্ব
আবদুস সালাম
অফ্ পিরিয়ডে রাধাচূড়ার গাছে হেলান
তারপর একটু একটু করে কাছে আসা
রাতে স্বপ্নের বারান্দায় একের পর এক খুলে যায় পোশাক
চিত্রনাট্য চলতে থাকে
নিজস্ব তা বলতে কিছু থাকেনা
সামনে এগুনোর সাহস নেই
ভরসা হারিয়ে যায়
গরমিল অন্ধকার
ইচ্ছা অনিচ্ছায় অন্তঃসারশূন্য আস্ত জীবন হামাগুড়ি দেয়
দুর্ভেদ্য বনভূমি ছুঁয়ে তখন নামে বিকেল
অবিন্যস্ত দোলাচলে নামে ধ্বস
ঝাঁপিয়ে পড়ে কুয়াশা
কেঁপে ওঠে স্বপ্নের ঘর
মুগুর ভাঁজে বিচ্ছেদী চাঁদ
ইচ্ছের সংবিধানে খেলা করে পাতলা জলের অভিমান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন