ট্রেন
তুলসী কর্মকার
আবেগ উল্লাস উতলা উদ্দীপক উপাধিজাত অস্তিত্ব
কন্যাকুমার এক্সপ্রেস গুহামুখ অতিক্রম করল
প্যাসেঞ্জার উঠছে আর নামছে প্রশান্তবদন
দয়াময় মায়াজাল সাথে মমতার লোভাতুর দৃষ্টি
সহিংস ঘৃণাবৎ ভোগসূচক হাত ত্যাগ বর্জন করে
সাহসযুক্ত অর্থ সম্প্রসারণ রীতিসিদ্ধ নীতিসংগত
কামগামী জননশক্তি আগমন ঘটে
ক্রমেক্রমে সিট ভর্তি, গমগমে রব, যাপন ছুটছে
রিপু উঠছে আর নামছে, লাল সবুজ আবহাওয়া
মাঝেমাঝে ঘটমান পথ ও মতের রদবদল
শাখা উপ শাখার শেষ গন্তব্য ছাইভস্ম অথবা কবর
মরণগামী একমুখী সফর আবদ্ধ জীবন ইঞ্জিনে
সিনট্যাক্স
তুলসী কর্মকার
দুটি মেঘ পাথর জলধারা ধাক্কা লাগলে
তড়িৎ ফুল্কি ঘূর্ণি অনুভূত হয়
মন মনের কুরুক্ষেত্রে
প্রেম বিষাদ আনন্দ তৈরি হয়
শরীর শরীরে আঘাত হলে
কাম জখম উদ্বেগ উদ্গীরণ করে
অবৈধ স্বপ্ন ধেয়ে এলে, ক্ষরিত হয় রেণু
অন্তর্বাসে ছটপট করে সশরীরের প্রোটোকল
ঝর্ণা
তুলসী কর্মকার
কামনার নিলিপ্ত উঠানে তোমার সংশক্তি
আদিখ্যেতা উদ্দীপনে আঘাত হেনেছি
উপরিতল ক্ষতিগ্রস্ত চুঁয়ে পড়ে মজ্জাগত তরল
দিশেহারা তুমি
শরবত পরিলক্ষিত হয়
উপলব্ধি করি শরীর মনে স্যাঁতস্যাঁতে নির্যাস
ধারা হতে চায়
বহমান কলা প্রেমজ কাম জলজ ফাঁক
যা কেবল প্রকৃতিগত অস্তিত্বের দ্রাবক
বিগত বিদ্যমান আগত পথে ক্রমাগত রেখা আঁকে
মেরু
তুলসী কর্মকার
চোখ আমাকে দেখে
মেলেছি কাম প্রেম ভাল্লাগা
তপ্ত হয়েছ তুমি
সান্দ্র অথবা কঠিন হয়েছে অণু
সেদিন বাসস্টপে আইবুড়ো তুমি
দিয়েছে বিবাহ নিমন্ত্রণ
অতিক্রম করেছি মরু
আজ সন্তান স্বামী অনলাইন
কতকাল মুখোমুখি হয়নি
তোমার অভ্যন্তরীণ চুম্বকীয় আবেশ
লোকচক্ষুর সম্মুখে কুরি সভ্যতা ছুঁতে চায়
নির্মল সুন্দর সাবলীল
এসো অলক্ষ্যে শীতল কক্ষে সাজানো স্বপ্নে
উদাসীন অঞ্চল ছেড়ে মেরুমুখী হই......
ঝরাপাতা
তুলসী কর্মকার
আকাশ ছোট হতে চায়
অভিমানী মেঘ প্রসারিত
অস্থিমজ্জা শুকনো কাঠ
অ্যাসিডে ভিজেছে
ইশারাতে কালো মুখ
ইচ্ছেরা পরাজিত
নাগাল ছিঁড়ে গেছে
তোমার অনেক কিছু আছে
আমার আত্মা আশকারা হারিয়েছে
অবাঞ্ছিত ঝড় থেমেছে
খুঁজে পেয়েছি
মনের গভীরে কিছু মূল আজও অক্ষত আছে
ঘোর
তুলসী কর্মকার
রাতে থাকে ঘুম স্বপ্ন অথবা অস্থিরতা
ফ্যাক্টর ক্রমবর্ধমান
শোয়ার ঘরের দরজা অনেক মজবুত
ভিতরের কপাট আলগা রাখি মৃত্যু নামবে
দেহ বের করতে কিছু কষ্ট লাঘব হবে
ক্ষতিবিহীন সংগতিতে বিশ্বাসী
সেই কবে মরে গেছি আর জীবন নিয়ে ভাবি না
দু হাত তুলে তারে খুঁজি
একটা কান কাজ করছিল না
ঔষধ খায়নি দীর্ঘদিন
হঠাৎ কড় কড় শব্দ
আশ্চর্য রকম ভাবে ঠিক হল
এখন ভীষণ একা
স্বপ্নের মাঠে আর প্রেম খেলে না
অনেক দূরে মেয়ে ও তার ব্যস্ত মা
ভা'বাসা দুমড়ে মুষড়ে কুপোকাত
দিন আসলে অত্যধিক অচেনা হয়
অনির্দিষ্ট ঘটনাবহুল
চিকিৎসক অবাক কীভাবে সম্ভব
একটার পর একটা রিপোর্ট
অথচ সাবলীল বেঁচে থাকা
এ বোধ পোশাকি নগ্নতা অধরা ঈশ্বর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন