বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

রুমা ঢ্যাঙ অধিকারী


অবেলায় ভরে উঠেছে ঋজুকায় ঘ্রাণ

রুমা ঢ্যাঙ অধিকারী

সীমান্তে ভাগ হয়ে গেছে নদী
জেগে আছে পাড়া
কখনও বোমারুওফোবিয়া,  কখনও আবেগান্বিত হোলি
পদচারণের নির্ধারিত করেনি সময়
অথচ জার্নালের বারুদখানা খোলা,  বেবাক মীরাবাঈয়ের হৃদয়
ফেলে গেছে নৌকাকাল
                      ------  তারই আগাছায় পূর্বাহ্নের ধুলো

তবু তুমি আসো ভুলের দোর খুলে
ফেলে যাও প্রস্তুতিবিহীন শিরোনাম

(২)

দীর্ণ হতে হতে অকাল লিখছিলেন বর্ষণ যখন
অসমান বসন্তওয়াড়ি পার করে চলেছি
                                                 উপবনে
দাঁড়িয়ে গিয়েছে করাত অন্ধকার
সেদিন বিছানার সহচরীদের বলেছিলাম কোজি রাতের কথা,
অনিশ্চিত বাতের কথা...
দানাবীজে বয়ে যায় স্মরণ। পিঠে মুগুর ছাপ পড়ে

লেলানো প্রকল্পের ধাঁচ এখন নিভু নিভু
দুছটাক তরল সুখান্বিত হতে
                 এই ডটপেনের এখন নীলকমলিনী হওয়া

অবেলায় ভরে উঠেছে ঋজুকায় ঘ্রাণ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন