বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

অমিত লৌহ

উপোসী প্রেমিক

অমিত লৌহ


এলোমেলো সিঁথি ঘেঁটে হেঁটে যাই বুকের দেড় ইঞ্চি গভীরে ।

যে শরীর  নিজের হাতে হয়েছে হত্যা ...
আজ বৈধব্য পালনে এত'ই অনীহা !

অচিরেই হচ্ছে সতীত্ব ছেদন ,

যোনি পথে প্রবেশ করছে সমগ্র পৃথিবী !
    উল্লাস শুধুই উল্লাস !

ভ্যাজাইনার রক্তে যৌনতার মানচিত্রে এঁকে যাই এক নতুন পৃথিবী ।
যৌনতার আঁচে আকস্মিক অন্ধকারে ভেসে আসে শব্দ তরঙ্গ ,
সারা পৃথিবী নিশ্চুপ , নীরব !

নগ্নতার অশরীরী ছায়ায় আহ্বান করি কলঙ্কিত কাব্যিক অধ্যায় .....

অকপটে স্বীকার করতে হয় আজ আমি ঈশ্বর নই ,
     নির্লজ্জ উপোসী প্রেমিক !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন