আমার হৃদয় উতলা প্রেমিকা
রাজেশ কান্তি দাশ
কত বেদনার জল পুড়িয়েছিলে তুমি
ময়ূখ রাত্রির গভীরে যখন আমি নিঃসঙ্গ-একা
আমার মৃত হৃদপিণ্ডে প্রেমের হা-হা-কা-র নেই,
নেই ছলচাতুরী কিংবা মিথ্যার ফুলঝুরি
আছে দহনে জর্জরিত প্রতারণার কিছু ছবি আঁকা।
আমার বিধবা বুকের চিনচিনে ব্যথা
কবিতার জন্ম দেয়নি তোমার ঠোঁটে ;
যদিও কবিতা আমার হৃদয় উতলা প্রে-মি-কা।
হারিয়ে গেছে অনেক বিশ্বাস-আশা-ভালবাসা
বিলোল মনের বিলাপে ঝরে না পঙক্তিমালায় চোখের নীর।
নিস্তব্ধ নদীর প্রেমজল রাঙ্গাবে না সাগরের অহমিকা।
সকালের আহ্লাদিত বাতাসে কলাপাতা চুমে শিশিরের কান্তি
আমার বিষণ্ণ মন স্বপ্ন বিভোরপ্রেমে ঢাকা।
ইচ্ছের সঞ্জীবনী আশ্রয় খোঁজেে তোমার ছায়াতলে,
আগরের সুরভিত গন্ধে অন্তরঙ্গ সময় বাসর সাজায়
ফুল্ল প্রেম প্রভাতে জ্বলে উঠে
তোমায়-আমায় ডেকে নেয় কুমারিকা
প্রেমের এপিটাফ
রাজেশ কান্তি দাশ
কত চিঠি লিখেছি নীলাঞ্জনকে
নীলমেঘের অক্ষিলোকে নেত্রস্হিত কালোমনির
দিকে তাকিয়ে...
চোখের প্রতিটি পলক কথা বলে নিশীথ সূর্যে
আমার দগ্ধ হৃদয়ে।
জানান দেয় অবিনাশী সম্পর্কের ঊষা জাগানিয়া প্রভাত আলোর ;
স্মৃতির জমিনে থরে থরে সাজিয়ে রেখেছি
তোমার
পলকের পুলকিত পালককে।
সুরমা পাড়ের নীলাঞ্জনা,
তোমার ডাগর ডাগর চোখে পাখির নীড়
ঝরছে "প্লেটোনিক প্রেম" অঝোর ধারায় আমার
বন্য বৃক্ষে
বিকেলের বিজন প্রেম
তৃষিত নয়নে সমুখে দাঁড়ায় তোমার অপেক্ষায়
খুঁজে ফেরে "থেমিসের" আড়ালে তোমার অদৃশ্য
মূর্তি ;
কিন্তু হয়ত মধ্যযুগের কালশিটে পাথরে বিক্ষিপ্ত প্রশ্ন ক'রে
কাঙ্ক্ষিত উত্তর পায় না
অতঃপর...
গড়ে তুলে প্রেমের 'এপিটাফ' তোমার সমাধির পরে।
রাজেশ কান্তি দাশ
কত বেদনার জল পুড়িয়েছিলে তুমি
ময়ূখ রাত্রির গভীরে যখন আমি নিঃসঙ্গ-একা
আমার মৃত হৃদপিণ্ডে প্রেমের হা-হা-কা-র নেই,
নেই ছলচাতুরী কিংবা মিথ্যার ফুলঝুরি
আছে দহনে জর্জরিত প্রতারণার কিছু ছবি আঁকা।
আমার বিধবা বুকের চিনচিনে ব্যথা
কবিতার জন্ম দেয়নি তোমার ঠোঁটে ;
যদিও কবিতা আমার হৃদয় উতলা প্রে-মি-কা।
হারিয়ে গেছে অনেক বিশ্বাস-আশা-ভালবাসা
বিলোল মনের বিলাপে ঝরে না পঙক্তিমালায় চোখের নীর।
নিস্তব্ধ নদীর প্রেমজল রাঙ্গাবে না সাগরের অহমিকা।
সকালের আহ্লাদিত বাতাসে কলাপাতা চুমে শিশিরের কান্তি
আমার বিষণ্ণ মন স্বপ্ন বিভোরপ্রেমে ঢাকা।
ইচ্ছের সঞ্জীবনী আশ্রয় খোঁজেে তোমার ছায়াতলে,
আগরের সুরভিত গন্ধে অন্তরঙ্গ সময় বাসর সাজায়
ফুল্ল প্রেম প্রভাতে জ্বলে উঠে
তোমায়-আমায় ডেকে নেয় কুমারিকা
প্রেমের এপিটাফ
রাজেশ কান্তি দাশ
কত চিঠি লিখেছি নীলাঞ্জনকে
নীলমেঘের অক্ষিলোকে নেত্রস্হিত কালোমনির
দিকে তাকিয়ে...
চোখের প্রতিটি পলক কথা বলে নিশীথ সূর্যে
আমার দগ্ধ হৃদয়ে।
জানান দেয় অবিনাশী সম্পর্কের ঊষা জাগানিয়া প্রভাত আলোর ;
স্মৃতির জমিনে থরে থরে সাজিয়ে রেখেছি
তোমার
পলকের পুলকিত পালককে।
সুরমা পাড়ের নীলাঞ্জনা,
তোমার ডাগর ডাগর চোখে পাখির নীড়
ঝরছে "প্লেটোনিক প্রেম" অঝোর ধারায় আমার
বন্য বৃক্ষে
বিকেলের বিজন প্রেম
তৃষিত নয়নে সমুখে দাঁড়ায় তোমার অপেক্ষায়
খুঁজে ফেরে "থেমিসের" আড়ালে তোমার অদৃশ্য
মূর্তি ;
কিন্তু হয়ত মধ্যযুগের কালশিটে পাথরে বিক্ষিপ্ত প্রশ্ন ক'রে
কাঙ্ক্ষিত উত্তর পায় না
অতঃপর...
গড়ে তুলে প্রেমের 'এপিটাফ' তোমার সমাধির পরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন