জয়োস্তু জওয়ান (another Valentine)
রাজু কর্মকার
নিয়ন্ত্রণ রেখায় বীর জওয়ানদের,
মেলে ধরা সাহসী বুক ।
আর নিশ্চিন্ত নিরপত্তা বেষ্টনী মাঝে,
আমাদের পরম সুখ।
রাতের কালো সামিয়ানা -তলে,
নরম বিছানায় নাক ডাকে ।
ওদের হাতে হাতিয়ার,ত্যাগের বিনিদ্র রজনী,
কাটে নিষ্পলক চোখে।
প্রেয়সীর চোখে অবিশ্রান্ত জলধারা,
"কবে তুমি আসবে ফিরে !?"
ও প্রান্তে ধরা গলা সামলিয়ে ,"খুব তাড়াতাড়ি "
অস্ফুটে শান্ত্বনার সুরে।
সপরিবারে উৎসবের দিনগুলি ,
আমাদের কাছে বর্ণময় ।
পরিবার ছেড়ে বহু দূরে ওরা তখন,
যুদ্ধের জন্য প্রস্তুত হয়।
অতর্কিতে হানা দেয় উগ্রপন্থীর দল,
অপ্রস্তুত সীমান্ত রেখায় ।
বেইমানের জল্লাদী গোলা বারুদে,
বেঘোরে বহু প্রাণ যায় ।
পিছু হঠেনি তবু অকুতোভয়
আমাদের বীর জওয়ান ।
বুক চিতিয়ে মাতৃভূমি আগলেছে,
বিনিময়ে অসংখ্য প্রাণ ।
কথা রাখেনি ঘরের ছেলে ,
"তাড়াতাড়ি ফিরবো বাড়ি ।"
পাড়াময় বাকরুদ্ধ,ফিরলো 'দেহ',
তেরঙ্গায় মোড়া গাড়ি !
সেইসব প্রকৃত বীরদের তরে এসো,
দুফোঁটা চোখের জল ফেলি ।
হৃদ্ মাঝারে চির ঠাঁই দিয়ে ,
মুখে "জয়োস্ত জওয়ান" বলি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন