সোমবার, ১১ মার্চ, ২০১৯

উজান উপাধ্যায়


ফুৎকার (another Valentine)
উজান উপাধ্যায়

যুদ্ধ থামার পরে
যুদ্ধ থামেনা।
রক্তের সরোবর থাকে...
শিশুর জন্য থাকে
পরমাণু বিষ--

চারদিক নিঃঝুম
তবু
ঘুমের ভিতরে
সন্দেহ জেগে থাকে।
মেয়েদের লাশ, গাছেদের দীর্ঘশ্বাস-
ছেলেদের নাভিকুম্ভে নিহত ফাগুন লেগে থাকে-

যুদ্ধবিরতি আসলে সিন্থেসিস লালাভর্তি চাঁদে

গুপ্ত সন্ত্রাস নাটকীয় মৈত্রীর ফাঁদে।

সংকট নিভিয়ে দেওয়ার মত
কোন " ফুঃ "কে
সমর্পিত অস্ত্রের গোলাপি পাপড়ি আর
পায়রাডানায় লেখা লোভী উজ্জ্বলতা
রণডঙ্কা গর্ভগৃহে  ধারণ করে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন