সোমবার, ১১ মার্চ, ২০১৯

অভিজিৎ দত্ত

অগ্নিবীণার_সন্ধানে।।(another Valentine)

 অভিজিৎ_দত্ত।।


আকাশ হতে খসে পরা তারাগুলি
ফের ঘোড়দৌড় লাগিয়ে দিয়েছে আকাশপানে,
কিছু জ্বলন্ত উল্কার খোঁজে ।

দোজখের পাটাতনে বসে
আমি তখন খোয়াব দেখে যাচ্ছি মধুচন্দ্রিমার।

এবং জ্যোৎস্নামাখা অঙ্কুরোদ্গম বীজের দল
চেষ্টা চালাচ্ছে, রোদ ঘেঁটে চুষে নেওয়া
গর্ভিণী ধানের জঠরে মুখ লুকোনোর প্রচেষ্টায় ।

সিলিন্ডারে বিষবাষ্প ভরে ছড়িয়ে দিলাম
প্রেমের জঠর গহ্বরে
আর তাই দেখে বুক ফুলিয়ে
জলের মাঝে হেঁটে চলেছে
একজোড়া পানকৌড়ি।

ভালোবাসা উতার যাও।
নাভিদেশ আর তলপেটের অরণ্যে মুখ লুকিয়ে
ভালোবাসা তখন স্পর্শ করেছে ভিসুভিয়াসের বিস্ফোরণ।

এইমাত্র ভারতীয় বিমানবাহিনী
শত্রুব্যূহ ধ্বংসের লক্ষ্যে টমহকদের ছুঁড়ে দিল
রামধনু রঙ দিগন্তরেখা বরাবর।

মোম জ্যোছনায় গলে পড়ছে
আমার ভালোবাসার উত্তাপ
এবং স্ট্রম্বোলির উষ্ণতায় বাষ্পীভূত হয়ে
বায়বীয় আকার ধারণ করল অগ্নিবাণের সন্ধানে।

সর্ব্বাণীন্দ্রিয়কর্মাণি প্রাণকর্মাণি চাপরে।
আত্মসংযমযোগাগ্নৌ জুহ্বতি জ্ঞানদীপিতে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন