শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯

সৌরভ ঘোষ


পিটুইটারি সিরিজ,,,,,

সৌরভ ঘোষ


আজকের ছেলেটা আহ্,তরতাজা...
লিঙ্গ দেখে মিশ্র মনে হয়,
কোনো আফ্রিকান উপজাতির রক্ত, হয়তো...

তরতাজা সবজি বাগানে বিলি কাটার সময়
বয়ফ্রেন্ডের ফোন,খুব ডিসটার্বিং।
ছোট্ট গল্প, "লাভ ইউ জানু,ব্যস্ত"।
ছেলেটার লেবুকোয়া ঠোঁটে মেয়েটির অভিঞ্জ চিকন ঠোঁট,
কিছুক্ষণ দর কষাকষি কিছুক্ষণ দমবন্ধ...

উদ্বায়ী সোনালি লতা দুটো শরীর আঁকড়ে ধরে
লতার নাছোড়বান্দায় ওরা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে...
মৃণালভূজে হাবুডুবু খায় ন্যাড়া মাথা
বৈদিক নিয়মে সঙ্গম,ছন্দ সুরেলা।

ওদিকে,বয়ফ্রেন্ড জুয়ায় তন্বী বেশ্যা জিতেছে...

সবার শরীরেই রঙিন রক্ত...
সবাই বেইমান ম্যানসনে দাঁড়িয়ে
সোনালি জোনাকি খুঁজছে আর রাতকে হারিয়ে...
 


°
লাল নীল ঝিলমিল সুইমিং পুল
চরধারে চুমকি আলো
গলা উঁচিয়ে নবম বিয়ারের বোতল।
চোখে কালি পড়া ছেলেটার গলায় পশমের স্কার্ফ।
ঠোঁটে ঠোঁট ছুলেই কিস হয় না কি!
টিপটিপ বৃষ্টি,
লম্বা কিস প্যাকটিস...
সোহাগ ভিজিয়ে দেয়,থেমে থেমে বৃষ্টি ...
ছাতা চুমকি আলো জড়িয়ে চিত সাঁতার কাটে।
ন্যাড়া মাথা ডুবে যায়,
অন্তর্বাস জড়িয়ে অস্ট্রেলিয়া পতাকা মার্কা টুপি ভেসে ওঠে...

পুলের ঠিক মাঝখানে লক্ষ লক্ষ শুক্রাণু
নক্ষত্রের মতই জ্বলজ্বলে...

°
মিশরীয় পুরুষের স্পার্ম
গ্রীক নারীর জরায়ুতে,
নতুন ভাষ্কর্য সৃষ্টির বিজ্ঞানসম্মত অত্যাধুনিক প্রচেষ্টা  ...
মিশ্র সংস্কৃতি খুঁজতে প্রত্নতাত্ত্বিকদের
নোনা ঘাম,অনর্গল
সাক্ষী, হাতে গোনা ঐতিহাসিক নির্গমন আর
কয়েকটি মাটি চাপা ভাঙাবাড়ির ফোঁপানি ...
নকল ভাষ্কর্যের সবেদা রঙ
খারাপ স্ট্রিট ল্যাম্প,বাজারী শীত...

নিভন্ত ফায়ার প্লেসের কাছে সেক্স-স্টার্ভদের ধর্ণা
ভূমধ্যসাগরীয় বৃষ্টি,নেপথ্যে ছোটো ছোটো বন্যা...  



°
কেনাকাটা বলতে কয়েকটা লঁজারি,শর্টস,
খয়েরি না হয় কালো লিপস্টিক।
এরা এদেশীয় ক্রিতদাস,অভিজ্ঞ এসকর্ট...
পরিশ্রমের দাম কয়েক ফোঁটা সোঁদা ঘাম
রুটিনমাফিক এক ডিস ভাত
সাথে নন কাউন্টেবেল স্পার্ম...

এদের যোনি সার্বজনীন জমিন
সময়ের হিসেবে কেবল মালিকানা বদল।
শেষ প্রহরে হয়ত বা ছাড়,
তখন পড়ে থাকার মধ্যে
আগাছা আর ক্ষতিকর রাসায়নিক সার।
বুকে আঁচড়ের বহুতল ব্যাথা নিয়ে কুলখাকি
যতবার রুইবার ক্ষণ রোমন্থন করতে চায়,
ততবারই সিলিঙে অনুর্বর চোরাবালি ভেসে ওঠে
তাতে জমিন হাবুডুবু খায় আর মালিকের দলও...

স্বপ্ন দেখলে, এরা একটাই স্বপ্ন দেখে -
"সকাল আসেনি,
দরজার সামনের করিডোর ধূ ধূ ফাঁকা,
ভোরাই চিরে একটা সাদা পায়রা উড়ে যাচ্ছে।
লাল শাড়ি,কপালে টিপ -
ধীরেধীরে এক ডিস ভাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে..."

°
পুরুষের মধ্যপদ লোভী মেয়েগুলো সাপুড়ে
ওরা বৃষ্টি অরণ্য ঘেঁটে উদ্ধার করে যোগসর্প
গলা টিপে পুড়ে দেয় চিরায়ত চামড়ার ঝোলায়।
বিষাক্ত সর্প উপর্যুপরি বিষ ঢালে,
ঝোলা ভিজে যায়,হড়হড়ে...

চামড়ার ঝোলার ঘন সন্নিবিষ্ট ভিড়
ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ সমষ্টি
হয়ত ঝড়,
অজস্র ফুলের দমকা গন্ধে সদর মাতাল...

মেয়েগুলো এবারে ঝোলা বেচে পুজো করেছে।
একেবারে দূগগা পুজো!
সাপুড়ে চত্ত্বর স্বর্গের রিসেপশনে
শাপমুক্তির অভিনব উপায় ...


°
এরা মাসিক জানেনা,বারোমাস শীত
রুক্ষতা আর পাতা ঝড়া,
রাজপথ থেকে অলিগলি
তারপর নীল আলোর কেবিন।
দুটো মাথার ওঠানামা,শরীরের মোচড়
শেষে জুঁইসিস,স্বর্গীয় মুহুর্ত
আধবোজা চোখ,মৃদু চুম
এক মগ জল সব ধুয়ে দেয়,বাইরে বসন্ত...

 
°
সিক্স প্যাকের মোড়কে ফিজিক
আর ফ্লেক্সিবেল কামুক ফিগার।
না ভাষ্কর্য নয়,
দুই জীবন্ত মূর্তির
ভীনদেশীয় পদ্ধতিতে রতিক্রিড়া প্রদর্শন।
লো ভলিউম...
পর্ণ ভিডিও শেষ হতেই  স্তিমিত মৈথুন।
চটচটে হাততালি,
অধঃক্ষেপনের আঁশটে গন্ধ, ক্রিড়া চর্চিত...



°
সাত বছর পর পুরানো ব্যাথা,
আগের মতই তলপেটের ঠিক নীচে।

এতদিন পর ব্যাথা ফিরে পেয়ে আহ্লাদিত...

আমার বাইকের পেছনে আজ তুমি নেই,
তোমার নিটোল যমজ ধবলগিরির ধাক্কা নেই,
তোমার লাল অন্তর্বাস চেবানোর তাড়া নেই,
তোমার ব্রার স্ট্রিপ খোলার দ্রুততা নেই,
সম্ভোগের অন্তিম ক্ষণে আঁকড়ে ধরা নেই,
সব শেষে আদরের মিষ্টি চুমু নেই।

নেই ভাসিয়ে দিয়েছি কবে,ব্যাথা কোথা থেকে !

তুই মেয়ে বলেই-
তোকে বিয়ে করতে পারব না।
আমি সমকামী,আমার ওটা ওঠে না,
দাড়ি সখে রাখি...

তারা দেখেছিস তো ?
ওদের একটাই লিঙ্গ
আমি তারা'দের বিশ্বাস করি।

তুই ভুল পথে।চল্ তোর ঘর খুঁজি...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন