সম্পাদকীয়,
চন্দ্রমুখী ভ্যালেন্টাইন ডে, শুধু তোমার জন্য।
What is true and dedicated 😍 love
আমার একজন সুহৃদের মতে ভালোবাসার জন্য আলাদা কোন দিন হয় না।
কারণ ভালোবাসা পরিকল্পনা প্রসূত কোন কর্ম নয় যা করা যায় ভালোবাসা তো হয়ে যায়।
"সেদিন আমার চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ"।
What is true 😍 love
1.
ভালোবাসা হলো নিষ্পাপ নিঃস্বার্থ হার্দিক বন্ধন না শরীরী সহবাস।
শালীনতার চৌকাঠ পেরিয়ে কখন তোমারি অজান্তে অশ্লীল অশান্ত হয়ে তোমার নারীত্বকে আঁকড়ে ধরে যে একটা ভুল হয়ে যায়।
যার মাশুল এর মহার্ঘ্য ঋণে বোবা কান্নায় অন্তঃসত্ত্বা কচিকাঁচাকে প্লাস্টিকে মুড়ে পুকুরপাড়ে ভোগের পর বর্জ্য পদার্থ হিসেবে বিসর্জন দিতে বাধ্য হয়।কুমারী রোদ্দুরকে কখন নেয় সোহাগের ফাগুন লুটে তা তার বোধাতীত থেকে যায়।
2.
ভালোবাসা হলো তোমার আমার গর্ভাঙ্গের মোচড়ে উৎকণ্ঠার শত সহস্র প্রজাপতির উন্মুখ উড়ান।
যেখানে প্রেয়সীর চির প্রতীক্ষিত কর্ণকুহরে বেজে ওঠে আগামী বিসমিল্লার সানাই।
নতুন গামছায় মোড়া তোমার হাতে আমার পাণির সম্প্রদান পরিণয় শতদলে।
শুভ দৃষ্টির ভ্রমর কজ্জল চাদরে প্রিয়তমার মিলনের প্রাকলগ্নে উৎসুক দৃষ্টির আদর।
3.
প্রেম হল ছোঁয়াচে সংক্রামক ব্যাধি যা কখন বিশল্যকরণী হয়ে সর্বগ্রাসী রিক্ততার দাবানলে পুড়ে ছারখার অসুস্থ প্রেমিক হৃদয়ে জাগায় জাহ্নবীর আরোগ্যতার সোহাগ বানডাক।
এক মুহুর্তে তার থাকার উপলব্ধি তোমার হৃদকোরকে জাগায় এক অনুপম অনুভূতি সহাবস্থান।
প্রতিটি ক্ষণে এক ছায়াশরীর তোমার অঙ্গে অঙ্গে জাগায় সঙ্গমের শিহরণ মনে হয় তুমি আজ সম্পূর্ণ আর কোন কিছুই নেই বাকি।
4.
অভাবী চেতনায় যখন প্রেমিকের শূন্য গাল বেয়ে গড়িয়ে আসে না দিতে পারার কোনো অক্ষমতা তখন নিঃস্বার্থ ভালোবাসার চৌহদ্দি কোন উপঢৌকনে সীমাবদ্ধ না থেকে শুধু তোমার পাশে ও সাথে থাকাকেই জীবনের শ্রেষ্ঠ উপহার বলে মনে করে।
রক্ত গোলাপেল প্রণয় নিবেদন প্রেমিকের হাঁটু গেড়ে তিনটি শব্দের উচ্চারণ আমি তোমাকে ভালোবাসি।তখন হয়তো তার সাথে অনুচ্চারিত থেকে যায় "উইল ইউ ম্যারি মি"।
মনে হয় নিজেকে অনেকটা শেহেজাদা যেন সমগ্র পৃথিবীর ঐশ্বর্য ঐ একটি হৃদগোলাপে লুকিয়ে প্রেমিকাকে সর্বান্তকরণে সুখী করার আশ্বাস কিংবা প্রতিশ্রুতি যে তুমি শুধু আমার আর কারো নয় সারা জীবন আগলে রাখবো তোমায় এ বুকে।
5.
না ভালোবাসা হলো এক প্রকার শূন্যতা যা তোমার কঙ্কালের ভাঁজে আনে আমার অভাবে নিঃসঙ্গ শীতল শোণিতের জোয়ার যা আমাকে কালেভবে বিষাক্ত সর্প করে তোলে ঘৃণার শীৎকারে।
পথে-ঘাটে মরিয়া হয়ে রাধা শুধু তার সখা প্রাণের সখা কালাচাঁদ কে খোঁজে।তার কর্ণমঞ্জুরী উৎকন্ঠিত হয়ে থাকে শুধু কানহা তোমার বাঁশির ডাক শুনতে ঘাটে।
যেখানে বালা জল আনতে যাবে কলসি কাঁখে আর অবগাহনের বাহানায় জলে নামলে নগ্নদেহে তুমিতো ছলচাতুরি প্রেমে তার অন্তর্বাসের ফাগুন নেবে লুটে।
ওই সামাজিকতার মগডালে পা ঝুলিয়ে আমার কৃষ্ণ অবাক চোখে শুধু আমাকে তাকিয়ে তাকিয়ে দেখে।
আর মগ্ন চৈতন্যে বালা তোমার ক্ষীণায়মান দাঁড়ে পাবে মোক্ষ আমাদের প্রণয় জাগতিক সীমারেখার ঊর্ধ্বে।
সকল লাজ পেরিয়ে তোমার সাথে একাত্ম হতে যমুনার জলে।
এক কথায় ভালোবাসার সঠিক পরিভাষা বোধহয় আমারো জানা নেই।কারণ ভালোবাসা হল একটি
অনন্য সুন্দর উপলব্ধি।প্রতিজনাকেই কখন কাউকে না কাউকে ভালোবাসা উচিত কারণ আমার মতে ভালোবাসা হল সেই ঐশ্বরিক সারতত্ত্ব যা মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে,জীবনকে সত্যিকারে বাঁচতে শেখায়।
তোমার শুধু হাত ধরে এক কপর্দকশূন্য প্রেয়সী অনুপ্রেরণার জোয়ারে দুর্বিপাকে ঘূর্ণি কাটিয়ে পেতে পারে প্রতিষ্ঠা। তোমার প্রেম আনতে পারে প্রাণ প্রতিষ্ঠা। উমা কখন তার পিতার বৈভব স্বচ্ছলতা ত্যাগ করে নিঃস্বার্থ প্রেমে হয়ে ওঠে শিবসঙ্গিনী তা সে নিজেও জানেনা। কারণ প্রেম তো অধরাই থেকে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন