রঙ ও প্রণয় সংখ্যা:
রক্তিম যুবতি পলাশের দোহন
সৌরভের শিখায় দগ্ধ প্রণয় সখা
রংমিলান্তি সোহাগে সজনী ফাগুন
ওহ্ পুরুষ
পলাশ মজুমদার
ওহ্ পুরুষ, তোমাকে ডাকছি, এসো
আমাকে সম্পূর্ণ নিরাভরণ করো,
শুইয়ে দাও সবুজ নরম ঘাসের উপর!
ভয় পেয়ো না, এসো
দেখে নাও কোথায় কতটা গভীর, কতটা সমান্তরাল, কতটা বন্ধুর এ ভূমি!
গোপন কালো তিল, ঊরুর দিকটায় নির্বাক জন্মদাগ ইত্যাদি দেখে নাও সব!
এসো, ঠোঁটে ঠোঁট রাখো আমার। কামড়ে ধরো অনুত্তরে।
চমকে উঠলে!
শীতল দুই ঠোঁট থেকে নেমে যাচ্ছে দুটো বিষধর সাপ
মুখ থেকে গড়িয়ে পড়ছে ভয়াল মূর্তি কালিদহ
স্তন দুটো ক্রমশ পাহাড় হয়ে যাচ্ছে
নাভিদেশে জেগে উঠছে নবজাতক সূর্য
যোনিগর্ভে আশ্রিতা চাঁদ ক্রমশ আন্দোলিত হচ্ছে নষ্ট উল্লাসে
ভয় পেয়ো না, এসো
আনাচ কানাচ তন্নতন্ন করে লুফে নাও অনাদায়ী সুখ। বীরভোগ্যা বসুধার বুকে শৌর্যের দামামা বাজাও।
নিজ হাতে এঁকে দাও সৃষ্টির বোধন!
যদি না পারো,
আমার স্তন থেকে চুষে নাও অনিঃশেষ বাৎসল্য। তোমার নিঃসঙ্গ কান্না আমাকে যেন ' মা...মা ' বলে ডাকে !
---------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন