রঙ ও প্রণয় সংখ্যা:
রক্তিম যুবতি পলাশের দোহন----
সৌরভের শিখায় দগ্ধ প্রণয় সখা----
রংমিলান্তি সোহাগে সজনী ফাগুন ----
হাস্য ও প্রণয়
তন্ময় চৌধুরী
অনুরক্ত ব্যক্তি,সরলের উত্তর তুলে দিই
ছোট্ট সেরের গায়ে লাল রঙ হাইফেন টানতে পারো, অমৃত তো আঙুল গোলানো মধুরডিবে
তাতে কী ?
গা জ্বলছো , পা চাটছো , উঠে যাচ্ছো
হাস্য ও প্রণয়ী
নির্দিষ্ট সূত্রবিহীন লঘিষ্ট আকারে প্রকাশ করতে গেলেই নামতা লুললুলি ধরে ঝুলে যায়
ভাবছো আমি জ্বলছে
উঁহু মোটেই না
সমাধানের গা ঘেঁষে নরম উত্তর টেনে ধরছি
হাস্য ও প্রণয়
চালিয়ে যাও ...........
রং ও প্রণয়
তন্ময় চৌধুরী
পিঙ্গলবর্ণ অঙ্গরাগে সম্পর্কশূন্য স্তোত্র
মধুচন্দ্রিমায় গাত্রস্পর্শে অর্ধোচ্চারিত বক্ষঃস্থলির পর্বতের আভরণ
অকিঞ্চিৎকর শরমের অভ্যর্থনায় দশমিকের পর খুলে যাচ্ছো
সুখাসক্ত ইন্দ্রিয়াচারণ স্বভাবসিদ্ধ - ভাবে স্বকণ্ঠস্থ চুম্বন ,
মনোরথে অবিষয় সন্ধি ব্যস্তবাগীশ যৌন রাঙা
শাসিয়ে দিচ্ছো ঘটনাক্রমে রঙ ও প্রণয় |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন