সোমবার, ২২ এপ্রিল, ২০১৯

আবদুস সালাম

রঙ ও প্রণয় সংখ্যা:


রক্তিম যুবতি পলাশের দোহন----

সৌরভের শিখায় দগ্ধ প্রণয় সখা----

রংমিলান্তি সোহাগে সজনী ফাগুন ----



নতুন সংস্করণ

আবদুস সালাম

সন্দিগ্ধ  স্রোতে ভাসে টানটান সঙ্গম
বাঁকে বাঁকে জমে আছে অজস্র ব্যাভিচার
জ্যোৎস্নারাও সঙ্গমের ডানা মেলে
অবগুন্ঠনে শুনতে পায় বিষাদের দীর্ঘশ্বাস

নিরাপদ বিশ্বাসে ঢুকে পড়ে শয়তানের ঈশ্বর
আমাদের পাঠশালায় নামে ঘুম
আকাশের ঘাটে ঘাটে খুঁজে পায় সমাজের মৃতদেহ

সন্দিগ্ধ বিদায়ের বাগানে যমেদের উল্লাস
পাশে ঘুমোয় পুতুল বৌ
উল্লাসের মাঝে খুঁজে পায় আজকাল পরশুর নতুন সংস্করণ



নীল বারান্দায় টুপটাপ  -দুই

 আবদুস সালাম

শূন্য ঘরে খেলা করছে হ‍্যাঙলা চাঁদ
প্রেমের হাতছানিতে লুটোপুটি করছ নিদ্রাহীন সংকট
গুড়ি গুড়ি বৃষ্টিতে ঝরে কবিতার শব্দ

কালবৈশাখীর মতো আসে  প্রেমিক,
     ওঠে ঝড়,
লন্ডভন্ড হয় শারীরিক ভূগোল
 চুঁইয়ে নামে ভিজে যাওয়া সোঁদা গন্ধ
ধুয়ে যায় পৃথিবীর নিরবিচ্ছিন্ন সংলাপ


বিকেল রঙের প্রণয়

আবদুস সালাম

বিকেলের আকাশ ঢেলে দেয় মেঘ
গুরুগুরু গর্জনে প্রসব যন্ত্রণা বাজে
প্রেমের শরীরে খেলা করে ময়ূর
হরিকীর্তনে নেচে ওঠে নন্দনপুর

রাঙা বসনে নেচে ওঠে মৈথুনের চাঁদ

কানাকানি করে রাতের তারারা
নিন্দুকেরা উড়িয়ে দেয় তর্ক
সর্বনাশের ঘরে ছায়া ফ‍্যালে মায়াবী প্রহর
অপরূপ নির্জনতায় খুলে যায় বসন
মায়াবী শরীর জুড়ে খেলা করে ছন্দময় সম্ভোগ

বেহায়া পুরুষ চেটে নেয় যৌনতা
মোম গড়িয়ে পড়ে শরীরে
অজান্তেই চোখ বন্ধ হয়ে আসে
এলিয়ে পড়ে রঙ্গনের বিছানায়



সুধা সঙ্গ

আবদুস সালাম 

যুবতি দেহে খেলা করে অজস্র সাহিত্য
 কামাতুর পুরুষ গন্ধ পায় উচ্ছ্বাসের
বালিকা দেহে ঝুলে আছে রমনসুধাআদর

 ভ্রষ্টতা ভেসে যায় চুম্বনের স্রোতে
ক্রমশ ডুবে যায় যুবতি শরীরে
  ভেঙে যায় বাঁধ 

আবদ্ধ হয় প্রশান্তির বাহুমুলোই
শরীরের সামিয়ানায়  টাঙানো উথাল পাথাল আদর

একটা ইতিহাস হবে বলে বার বার  নির্মাণ
ভাঙি ।



উপত্যকায় রঙিন মেঘ

 আবদুস সালাম 

 ভালোবাসার তুমুল বন্ধনে জোছনা  গড়াগড়ি খায়
ভেঙে যায় সন্ন্যাসী ব্রত
 লুটে পুটে  নেবো বিনিদ্র যৌবন

শরীরের সুঢৌল উপত্যকা বেয়ে নামুক জোছনা
চন্দ্রাকার নাভিতে উপচে পড়ছে আদর
ভেসে যায় খাট বিছানা চাদর


1 টি মন্তব্য: