সোমবার, ২২ এপ্রিল, ২০১৯

সুতনু হালদার


রঙ ও প্রণয় সংখ্যা:


রক্তিম যুবতি পলাশের দোহন----

সৌরভের শিখায় দগ্ধ প্রণয় সখা----

রংমিলান্তি সোহাগে সজনী ফাগুন ----



সমর্থন

সুতনু হালদার


ঘুমন্ত কণ্ঠস্বরে যখন তোমার আলিঙ্গন
আমার মোবাইল থেকে ধীরে সুস্থে
পারদের অতৃপ্তিতে বিছানায় উঠে এসেছিল
ঠিক তখনই আমরা বিছানার
প্রান্তভেদ করে বক্ষলগ্না

মেঘ রঙা ঠোঁট গা ঘেঁষে
খুঁজে চলে ইলশেগুঁড়ি
তখন আমরা বৃষ্টিস্নাত
পুনরুক্তি দোষে দুষ্ট

আমাদের শরীরে অমৃতধারা

কিছুটা তফাতের অভিব্যক্তি
আজকে আর বিবর্তনবাদকে সমর্থন করল না



নিজস্বতা

সুতনু হালদার


কয়েকবার মাত্র কয়েকবার
নিষিক্ত বায়বীয় জটিলতা
মেতে ওঠে ক্রমশ...
প্রতিশোধস্পৃহায় জেগে থাকে
কাঁচপোকা থেকে ঘুণধরা যৌবন

সেই আলো আঁধারীর দুধে আলতা শাড়িতে
প্রথম কবিতার পঙক্তি জেগে উঠতে উঠতেও
মেরুপ্রভার বিজাতীয় শীৎকার
বসন্তের প্রথম দিনের গর্ভযন্ত্রণা

মোবাইল অ্যাপসের ব্যবহারিক মানবতা
ক্লিটোরিসের মতো ক্রমশ
তুলতুলে করে তোলে শিরদাঁড়া

আসহবেনীকলা-র নিজস্বতা ঘিরে
রাধা-কৃষ্ণের রং মাখে
কোনো এক কালকেতু-ফুল্লরা



বিক্ষোভ

সুতনু হালদার



বিছানার ব্যাকরণে
মিশে থাকা মুদ্রাদোষগুলো
চিরটাকাল প্রচণ্ড প্রেমিক
           ।।
রাতজাগা জ্যামিতিতে
হাবুডুবু কুয়াশার
তর্জনীনির্দেশ ~ ঠোঁটের উষ্ণতাকে
সালোকসংশ্লেষীয়  নৈকট্য
          ।।
মেঘমালায় বিশ্বরূপের হাতছানি
          ।।
দিনের প্লাজমায়
প্রেমপত্রের বিক্ষোভ

1 টি মন্তব্য: