মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯

সন্দীপ ভট্টাচার্য


রঙ ও প্রণয় সংখ্যা:


রক্তিম যুবতি পলাশের দোহন----

সৌরভের শিখায় দগ্ধ প্রণয় সখা----

রংমিলান্তি সোহাগে সজনী ফাগুন ----



তছনছ

        সন্দীপ ভট্টাচার্য

মৎসকন্যার ডুব সাঁতার
হৃৎপিণ্ডের টগবগ খনিজ জলে
একটা নির্ভরতার কাঁধ, হাত মেলায় নিরুত্তাপের সাথে
আর অকস্মাৎ বদলে যায় অধম পায়ের বোকা বোকা হাঁটা
সৃষ্টির প্রথম রাতের চুক্তি মতো
মারণরোগের জীবাণু বেঁচে থাকে হায়রাটিক দুঃখ হয়ে
চোখের কোনে বসে ফিঙেপাখি তখন সমুদ্রপ্রহরী
কলসী ভরা ইউরেনিয়ামে
উষ্ণতা ছোটে বিস্ফোরণের দিকে
রক্ত পোড়ার ক্ষার গন্ধ উগরে দেয়
এক পৃথিবী আগুন জ্বলা শিউলী ফুল।
ঘুমোবার জন্য প্রয়োজন যতটুকু  বুকের কোনা
সেটুকুও ঢেকে দিলে চৈতি বিকেলের মেঘ দিয়ে
আর অগ্নিপরীক্ষার জন্য রেখে গেলে
ছায়াপথ ভরা নক্ষত্র গালিচা
মুছতে চাইলেই যদি মুছে দেওয়া যায় সব দাগ
তবে আরও একবার হিরোশিমা হবো
ফিরে এসো না হয় ঝাঁঝালো অন্ধকার হয়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন