মঙ্গলবার, ৭ মে, ২০১৯

মহাম্মদ আরিফ


রঙ ও প্রণয় সংখ্যা:

রক্তিম যুবতি পলাশের দোহন

সৌরভের শিখায় দগ্ধ প্রণয় সখা

রংমিলান্তি সোহাগে সজনী ফাগুন




স্নিগ্ধ কলেবরে প্রেমিকের আদর,,, প্রণয়রাগ

কবিতা: প্রথম বৃষ্টির দিনে

মহাম্মদ আরিফ


বছরের প্রথম বৃষ্টির দিনে,

ভেজালো তোমাকে আমাকে

বর্ণনায় অকাল ধারা গুণে।



মেঘেরা উড়ে উড়ে,

চৈত্রের আলুলায়িত বেশে

পাঞ্চজন্য কলরবে,

কোকিলের অনিকেত সকাশে।

সংবহনের মন্দ্র শাস্ত্রীয় সুর

ছিঁড়ে যায় ঢিপিঢিপি মূর্চ্ছণায়।

ছিলাতে লাগে ভীষণ টান

জীবনের ব্যর্থ নমস্কার

তালুদ্বয়ে বিদ্রোহ হয়ে ফেরে।



আকাশের চকিত বিস্ফার

তোমাকে বিকশিত করে আবার।

কপোলে বিন্দু বিন্দু ঘামে

মেঘেদের চুম্বন এসে থামে।

কুন্তল ছড়িয়ে দিয়ে বুকে

বললে আমার কানে কানে,

গৃহীদের প্রহর গোনা শেষে

ধরিত্রীয় উপ্ত আশ্বাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন