যৌনগন্ধী,,,,,
শৈলেন দাস,,,,,
. =====####====
মেলা ফেরত একটি মেয়ে সে রাতে বাড়ি ফেরেনি
সুহৃদ-স্বজন খোঁজ করেনিকো তার
নিখোঁজ ডায়েরি করার থানাও ছিল নাতো
মা-বাবা নিশ্চিন্তে সমস্ত রাত ধরে ঘুমিয়েছিল
নির্জন টিলার জোড়া শাল গাছতলে
উদ্দাম আদিম নৃত্য দেখেছিল কোজাগরী চাঁদ
মনের ধামসা তালে অন্তর্বাসহীন কৃষ্ণা,
পাথুরে ষোড়শী সারারাত নেচেছিল,গেয়েছিল ----
প্রেমিক পুরুষ বাজিয়েছিল বাঁশের বাঁশি
ছিল হাড়িয়ার মাদকতা টিলা জুড়ে, উপত্যকা জুড়ে
শেষরাতে জড়াজড়ি করে শুয়েছিল আদম ও ঈভ
সাক্ষী কেউ নেই ভোরের তারাটি ছাড়া
ভোরের আলো ফুটলে জড়িয়ে ধরে ,বাড়ির পথে
হাঁটতে থাকে,ক্লান্ত পায়ে হাঁটতেই থাকে ------
মারাঙবুরু তাদের উপর খুশিতে আশীষ ঝরান
আমি দেখি সূর্য ওঠার আগেই তারা ঠিক পৌছে যায় কোনারকের সূর্য মন্দিরে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন