জানিনা কার এই লিখন --- অপুর্ব স্বরলিপি
মর্মান্তিক পরিণাম : বর্ণপরিচয় খন্ডন।।
অগ্রগামী পথিক তুমি,,, তোমার মগ্নমূর্তির ভাঙন।।
# কলঙ্কিত - বর্ণপরিচয় -
অ - অশিক্ষিত আসছে তেড়ে,
আ - আজকে রাবণ রামের ঘরে।
ই - ইচ্ছে হলেই ভাঙছে মেরে,
ঈ - "ঈশ্বর" আজ পথেই পড়ে।
উ - উস্কে দিয়ে জাতের দোহাই,
ঊ - ঊর্ধ্বে নাচে জগাই মাধাই।
ঋ - ঋণের বোঝা যাচ্ছে বেড়ে,
এ - এদের নামাও ঘাড়টি ধরে।
ঐ - ঐতিহাসিক ভুল কোরোনা,
ও - ওদের দলে কেউ ভিড়োনা।
ঔ - ঔদ্ধত্য মানবো না আর,
----- গর্জে ওঠা খুব দরকার।।
(কৃতজ্ঞতা ও ঋণ স্বীকার,,,,
সংগৃহীত কবিতা,,,)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন