ক্ষমা কর ঈশ্বর
সুদীপ ঘোষাল
১
বিশ্বাস ভেঙ্গে যাচ্ছে ভিতরে ভিতরে
বিশ্বাস সরে যাচ্ছে মেঘের মত
ভক্তি শ্রদ্ধার অর্থ ভুলে গিয়ে
একটা হিংসার আকাশ ঘিরে ধরছে সভ্যতা
মূর্তি ভাঙার অর্থ আমার জানা নেই
ভাবমূর্তি অক্ষুন্ন থাকে অন্তরে
মনের ঘরে যে দীপ জ্বলে
শত ঝড়ে নেভে না
ক্ষমা কর হে ঈশ্বর
নতুন পথের সন্ধান দাও...
২
ভুলে যাওয়া এক মারণ রোগ
জাতির গোঁড়ায় ঘুণ ধরে যখন
তখনই ঈশ্বরের উপর আঘাত আসে
সে আঘাত ফিরে ফিরে বাজে
অবিচল নীরব চেতনা জাগ্রত বিবেকে
৩
মানুষই দেবে এর হিসাব
ভাঙা গড়ার জীবন জুড়ে
বিস্তৃত আদিগন্ত দয়ারসাগর
দয়া কর ক্ষমা কর আপন সুরে
৪
জীবন নিভে যায় অন্ধকারের কোলে
আরও আরও ধামসা মাদল বাজে
আনন্দ আগমনে
চাঁদের গাজন জুড়ে নাচে বর্ণপরিচয়ের বিহু...
ভাষা নেই
সুদীপ ঘোষাল
মুখোশ পরে আছে যে হায়েনা
তাকে বল্লমের খোঁচা দাও
ভিড় থেকে সাদা পোশাক খুলে দেখ
কী ভীষণ নিষ্ঠুর রাতচড়া জানোয়ার
ঘন অন্ধকারেই ওরা লুকিয়ে থাকে
সমাজে ওরা শিকারি বন্য কুকুরের মত নির্মম
আড়ালের কোনো প্রয়োজন নেই শূকরের
প্রকাশ্য জনপথে ওরা কুকুরের আচরণে অভ্যস্ত
ঘৃণা আর থুতু ছড়িয়ে যায় ওদের মুখে
সভ্যতা ওদের বেয়াদপিতে গোল্লায় যায় না
গোল্লায় যায় সমাজের নিষ্ঠুর নীরবতায়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন