মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯

অষ্টম ভাগ


উগ্র প্রতিবাদী মুক্তগদ্য....

আর হব না সুবোধ বালক....

মানসী বিশ্বাস।



এখন আর সুবোধ বালক হবো না।রাজনীতির তরজা, গালিগালাজ বুকে নিয়ে মরা ভালো। নোনা আতার মতো দিগ্বিদিক চেয়ে থাকি।ভ্রূণ উঁকি মারে জানালায়।তুমি না হয় আমার মতো রাখাল হয়েই থেকো !

এবার থেকে ডজন খানেক মিথ্যে বলবো।স্ত্রী শিক্ষার প্রসারে কি লাভ হল ? যৌবনবতী চিত্রায়ণ চাপা পড়ে ছাইয়ের গাদায়।খড়ের গাদায় জমে আছে সুবুদ্ধি। যেগুলো সূঁচ খোঁজার মতো খুঁজে বেড়াই আজও।

উসকানি নয়, উগ্রপন্থি ভাব পেটের মধ্যে লুকিয়ে রেখেছি প্রত্যেকে।যাদের মধ্যে চাপা পড়ে আছে এক এক বিশালাকার দৈত্য।চোখে চোখ পড়লে,খুবলে নেবে এক লহমায়। কফিনের সামনে দাঁড়াবে আত্মীয়স্বজন। পরিবারের পাশে দেখবে আর কেউ নেই !

মাটিতে পড়ে থাকে শোক-তাপ-যন্ত্রণা।পায়ের পাতায় পিষে ফেলি মানসিকতা। যার জন্য শিক্ষার 'শ' শেখা, 'অ','আ' পড়তে শেখা, তাকে নিয়ে রাজনীতি !  জোর জবরদস্তি দেশপ্রেম আবার আরেক হাউসে ! দাপিয়ে বেড়ায় দাপুটে ঝড়ের রক্ত।এখন মনে হয় মুখে বোবা হলে স্বাধীন হতাম। কথা বলার স্বাধীনতা হারালে,শান্তি পেতাম !

কর্তৃপক্ষ এখন ধর্মান্ধতা আর বেপরোয়ার শৌখিন বেড়াজালে আবদ্ধ। শুধু ধূ ধূ বালি,জোরালো হাওয়াও নেই, অক্সিজেন মাক্স চাপা পড়ে আছে তেতলার ফ্ল্যাটে। অদূরে দাঁড়ানো আলমারিতে ঠাসা নির্জীব অন্ধকারের ভূত !


শিক্ষাদানের মামুলি ধাঁচ বখাটে হয়ে গেছে। ভারী হয়ে গর্দানে চেপেছে ইংরাজি। ইংরাজি শিখে সবাই ভুলেছে পুরোনো কে।কল্পনাকে সর্বাধিক আলোড়িত করে ঠাট্টা করে দুনিয়া, তবু চেয়ে চেয়ে গান্ধারীর মতো দেখি।হাঁপিয়ে হাঁপিয়ে ছুটি লোকের দোষ ধরতে !

একটা নাটক মঞ্চস্থ হয়েছে। ডি.এন.এ'র মতো রক্তে রক্তে পোকা মিশেছে। জ্যান্ত পোকা গুলো কিলবিল করে। জরাসন্ধরা আবার এসে গেছে। ব্যবহার করছে নিজেদের স্বতন্ত্র স্বাধীনতা ! কচু পাতায় ফুটে ওঠে নিখুঁত অভিনয়।


'ভ্রান্তিবিলাস'কে হেলেদুলে পড়েছি এককালে।কাঁথার শুয়ে ঠাকুমার কাছে শুনেছি 'সীতার বনবাস'।এখন ভ্রান্তি গুলো চাঁদের কলঙ্কের মতো লাগে।সীতার বনবাসে শুধু কানে আসে, সীতার কথা।বৃদ্ধা স্বাধীনতা বৃদ্ধাবাসের পথে হেঁটে চলে যাচ্ছে। সঙ্গী লাঠিটাও আজ ভেঙে গেছে। প্লাসে মাইনাসে পাওয়ার অতি বৃদ্ধ, ঊর্ধ্ব।চশমা গড়ানোর সামর্থ্য টুকু নেই আজ।

স্মৃতি গুলো দলাপাকিয়ে গলার কাছে উঠে আসে।নিজেরা যেন গার্হস্থ্যজীবনে এক একটা টেররিস্ট।ইমোশনাল কাব্যের জাল বুনি অহর্নিশ। আমাদের নাটকের কোন পরিচালক নেই।

ধন্বন্তরি ওঝা কথা দিয়েছে, তুমি স্থান পাবে।তুমি জিতবে শেষে, দেখে নিও,মিলিয়ে নিও আমার কথা।

আমি কিন্তু আর সুবোধ বালক হব না।রাখাল-ই না হয় রইলাম।তবু তোমাকে জুড়ে বাঁচবো।ইংরেজিপাশ জানোয়ারদের কামড় থেকে তোমাকে বাঁচাতে রাখাল-কে খুঁজবে লোকে।আমি ওই অস্তগামী সূর্যের মতো ঝিলিক দেব মাঝেসাঝে।




২টি মন্তব্য: