মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯

ষষ্ঠ ভাগ


তিনি ঈশ্বর
----------------

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

(বজ্রকন্ঠনিনাদী অগ্ন্যুৎপাতে তীক্ষ্ণাগ্র প্রতিবাদী আলোড়ন,,,,কলম)


#########################

বিদ্যাসাগর একটা যুগের নাম ৷ একটা চেতনা , একটা রেঁনেসা বা নব জাগরণের নাম ৷ আমাদের শিরদাঁড়ার নাম ৷ বিদ্যাসাগর -অক্ষরপরিচয় , নারীর উত্তরণ ৷ যে আলোকবর্তিকা কুসংস্কারকে নির্মূল করে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে চারিদিক , সমাজের কদর্য নিয়মগুলোর মূলে সজোরে কুঠারাঘাত করে দুর্বিনীতের ছলকে চুরমার করে , নতুন দিগন্তের সূচনা করে , খুলে যায় সকলের জন্য অবারিত দ্বার , সেই আলোকবর্তিকাই  ঈশ্বরচন্দ্র বিদ্যসাগর ৷ নারী শিক্ষা প্রসার , নারী মুক্তি , বিধবাবিবাহ প্রচলন , এক কথায় নারী জীবনের ত্রাতা , জীবন্ত বিগ্রহ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর ৷


একটা স্পর্শকাতর আবেগ গলার কাছটাতে  কুন্ডলী পাকিয়ে ধরে ঈশ্বর চন্দ্রের নাম , উচ্চারণের সাথে সাথে ৷ একটা নির্ভয় আশ্রয় যেন দুহাতে আগলে রেখেছে আমাদের ৷ মাতৃ ভাষার জোৎস্না যখন আমাদের উঠোনে খেলা করে , সেই সৌন্দর্যের গরিমায় , ঐশ্বর্যশালী হই আমরা , তাও তো তাঁরই দান ৷ লড়াকু প্রাণ , অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা , জন্মভূমির বীর সন্তান বিদ্যাসাগর বাঙালীর গর্ব ৷ বোধের গভীরতায় তিনি আত্মার ঈশ্বর ৷


তাই ঈশ্বরের অববাননা হলে মস্তিষ্ক বিদ্যুৎস্পৃষ্ট হয় ৷ রক্তের ধারায় উত্তপ্ত লাভার স্রোত অনুভব করি ৷ তবু মারমুখী হয়ে ওঠা হয় না , কারণ উনিই তো শিখিয়েছেন সহিষ্ণু হতে , পরিমার্জিত হতে ৷ তবে তার মানে এই নয় , প্রতিবাদ করতে ভুলে যাবো আমরা ৷ উনি যেভাবে গর্জে উঠেছিলেন অন্যায়ের বিরুদ্ধে , ব্রিটিশদের বিরুদ্ধে ,সেইভাবেই ,  ঠিক সেইভাবেই আমরা সমবেতভাবে গর্জে উঠব এই ধিক্কৃত কাজের বিরুদ্ধে ৷



দলাদলি , রাজনীতির ঊর্ধ্বে উঠে ভাবতে হবে , যেদিন বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা হয়েছিল সেদিন আমাদের ঈশ্বর আক্রান্ত হয়েছিল ৷ আমাদের স্বপ্ন , আমাদের সংস্কৃতি , আমাদের চেতনা , ঐতিহ্যের অবমাননা হয়েছে সেই মুহূর্তে যেই মুহূর্তে খন্ডিত হয়েছে বিদ্যাসাগরের মূর্তি ৷ এ লজ্জা আমাদের সকলের লজ্জা ৷ বাঙালীর লজ্জা , বাংলার লজ্জা , জাতির লজ্জা , সমগ্র দেশের লজ্জা ৷ ধিক্কার আমাদের ,এ কেমন নৈরাজ্যের আমরা বাসিন্দা , যেখানে দেবতা আসনচ্যুত হয় , যেখানে আমাদের আবেগ চুরমার হয় !

কাগুজে বাদ নয় , রাজনীতির প্রহসন নয় , আমাদের চেতনার উদ্ভব হোক ! যে হাতগুলো আমাদের ঈশ্বরের শরীর স্পর্শ করেছিল তার গরিমা কলঙ্কিত করার জন্য তাদের শাস্তি অনিবার্য করার জন্য আমাদেরই তো পদক্ষেপ নিতে হবে ৷ কারণ পরোক্ষভাবে হলেও এই দূষিত সমাজের জন্ম দিয়েছি আমরাই ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন