মূর্খের স্বর্গ-----১
আবদুস সালাম
ভাবাবেগের সূর্য ডুবে গ্যাছে
শিক্ষা র গৌরবে চৈতন্য লোপাট হয়
শিক্ষা র আকাশ জুড়ে সিঁদুরে মেঘের ঘনঘটা
মলিন বিদ্যাসাগর রাস্তায় বসে আজ বিভ্রান্ত
বিংলিশ শিক্ষায় রপ্ত করেছি বিংলিশ শ্রদ্ধা
ক্রমশ ভেঙে যাচ্ছে মূল্য বোধের দরজার
স্মরণ নাই "সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন যেন আমি ভালো ভাবে চলি"
বাঙলার মঞ্চে নৃত্য করছে চৈতন্য হীন হনুমান
পাথরের দেহ ভেসে যাচ্ছে রক্তের ফোয়ারায়
আমরা সবাই স্নান করছি মর্মান্তিক জলে
@@@
মূর্খের স্বর্গ----২
আবদুস সালাম
বিষন্ন অন্তর রক্তহোলি খ্যালে
অন্ধকার খুবলে নিচ্ছে জীবনের ঘ্রাণ
বিবেকের কালো মাটিতে পা ডুবে গ্যাছে
সতীদাহ, বিধবা বিবাহ নিয়ে কেউ মাথা ঘামায় না
মৃত আত্মারা গ্রহণ করেছে ভৌতিক মৃত্যু
ঝরে পড়ছে মৃত আত্মার মৌনকথা
অবলীলায় ভেঙে ফেলছি দেবতার বিগ্রহ
চন্দ্রমূখীর এই সংখ্যায় আমার কবিতা রেখেছেন দেখে খুশি হলাম । সুপ্রিতী দি কে ধন্যবাদ জানায়।
উত্তরমুছুন