মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯

প্রাণপুরুষ


10. মাশকারা,,,,

প্রাণপুরুষ,,,,

সুপ্রীতি বর্মন

কবিতার প্রাণপুরুষ কে মেরে ধরে কেলিয়ে হাড়গোড় ভেঙে ঝুলিয়ে দিয়েছো
কোন বোধিবৃক্ষের ক্ষীণকায় মৃতপ্রায় ডালে,,,,
আর তার ফাঁকফোকড়ে গুঁজে দিতে লেগেছো শব্দ উপমা কেটেছেটে
 টুপটুপ উপর থেকে ঝরে পড়া অর্ধবিকশিত জ্যোৎস্নার আধুনিক চামর তার এখন চমকপ্রদ লক্ষ্যনীয় শোভা,,,
শুধু উপর উপর ষোলোআনা,,,,,,
 তাতে মহাজনী ঔদ্ধত্যে আবেগ নিষ্প্রাণ,,,,

এখন তর্জণী তুলে আবিষ্কারের উত্তুঙ্গ মোহে নেশার ঘোরে বলতে লেগেছো
ঐ দেখো সোহাগ লাল টুকটুকে আপেল কেমন ঝুলন্ত,,, পেড়ে নাও দিকি,,,বোধি,,,

তাতে হয়ত একজন অবোধ বালক ছুটে এসে খাবে বলে নিল পেড়ে
 ঐ দীর্ঘ প্রতিশ্রুতির জারিত রসের সোহাগ ফল,,,,
কিন্তু মুখে দিতেই বলে যত‌ই হোক উপকারী কিন্তু জিহ্বার প্রশংসা প্রশস্তির অত্যাধিক ঘর্ষণে ও চাটুকারিতার লেহনে,,,,
আপেলের গতরে জমেছে জরা চর্বির,,,,
হয়ে গেছে একেবারে কোন মেডিসিনের মতন বিস্বাদ,,,
বিষাদ যে মিষ্টতার আবেগ এখানে একেবারে শূন্য,,,,
যেন কোন ঠনঠন গোপাল,,,,
বিষ নেই তার কুলোপাণা চক্র,,,,,


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন