9. মাশকারা,,,,
কৌশলী তস্কর,,,,
সুপ্রীতি বর্মন
তুমি যেন ছিলে কোন শান্তশিষ্ট ক্ষণকাল তিষ্ঠ বুদ্ধিজীবী সৌম্যকান্ত পুরুষ,,,,
যার মনের ঘরে সিঁদ কেটে ঢুকে
চুরি করে নিয়ে গেছে তার মন তার একান্ত প্রিয়তমা,,,,
যেন কোন তস্কর সম তার আচরণ,,,,
এখন যদি কোন চোর গার্হস্থ্য আশ্রমে পরম যত্নে চুরি করে নিয়ে যায়
আভিজাত্য এর আলোয়ান ঠেসে মুখভার করে ক্লান্ত অবসন্ন দেহে
একের পিঠে আরেক পরম সুখে থাকা বই সন্তর্পণে কাউকে না বুঝতে দিয়ে,,,,
তখন তুমি সেখানে এক বুদ্ধিজীবী জ্ঞানপাপী যে সব জেনেও না বোঝার ভান করে পড়ে থাকবে,,,
অন্তর্যামীর মতন মুখ টিপে ঈষৎ হাসবে আর বলবে,,,,
ভালোই হয়েছে তুই আমার চোখের আড়ালে সব বই নিয়ে গেছিস,,,,
কিন্তু তুই তো একপ্রকার অন্ধকানাই ডুব সাঁতার,,,
তাই বইয়ের ভেতর মুখগোঁজা দমবন্ধ অক্ষর তোর কাছে কালো মোষের মতন
কারণ যতই হোক দিনশেষে তো তুই অশিক্ষিত,,,
তাই এর পাঠোদ্ধার করা তোর সাহসে কুলাবে না কোনদিন,,,,,,
আর আমি তো দীর্ঘকাল অধ্যাবসায়ে
অনেক আগেই ওগুলো পাঠোদ্ধার করে মস্তিষ্কে ধারণ করে আছি বোধিবৃক্ষের সুপ্ত বীজ,,,,
একদিন না একদিন ঠিক সেটা মহীরুহ হবে,,, শুধু সময়ের অপেক্ষা,,,,
আর কোন চিন্তা নেই,,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন