সংস্কৃতি ১
আবদুস সালাম
মঞ্চে হাততালির ফুলঝুরি ছুটবে দেখে নিও
শরীর দিয়েই তৈরী হবে রাস্তা
পাথুরে বাঁধা যৌবন,
শহুরে বাবুরা মালা দেবে গলায়
হাততালির ফোয়ারায় মজবে বিশিষ্ট সামাজিকতা
শুধু লজ্জা ঝেড়ে ফেল, দেখুক সব লোক
ওরাই সব বোদ্ধার দল
ওরা মালা দিলে ছবি হবে
কাগজের লোকেরা ফলাও করে ছাপবে খবর
ঘোমটা খুললে দোষ নেই
শরীরের আকুতিতে লুকিয়ে আছে চিত্রকলা
দেখছি প্রথম প্রজন্মের বে-আব্রু সংস্কৃতি।
ঘূর্ণাবর্ত
আবদুস সালাম
নিজেকে বিলিয়ে দিলাম মহাকালের পথে
আশাহীন আপোসগুলো বালিয়াড়ি উপত্যকায় বন্দি
বিষাদের শাস্ত্র খুঁজে দেখি আত্মার ঘুমন্ত মিছিল
সময়ের হাত ধরে বেজে উঠছে মহাকালের অগ্নিবীণা
বিনিদ্র বলাৎকারে কেঁপে উঠছে তান্ত্রিকিজমের মধ্যযুগীয় স্তম্ভ
থ্যাংকলেস ভাবনায় পালিত হচ্ছে কুৎসিত অবসর
ফুলদানিতে সাজিয়ে রাখলাম বেনামি রাত
ওপারে ভাসছে নিরক্ষরেখার বেগুনি চিৎকার
আলখাল্লার নীচে লুকিয়ে আছে সতঃসিদ্ধ অন্ধকার
সময়ের সাথে ঝরে পড়ছে মহাকালের করুণ উপহাস---
অম্ললিপি
আবদুস সালাম
বিষাক্ত মৌন যখন ঘিরে ধরে
শূন্যতা ডিগবাজি খায়
সময়ের কোদাল দিয়ে খুঁড়ি নিজেকে
বেরোয় স্মৃতিমিশ্রিত দিকশূন্য জ্বলন্ত গহ্বর
সময়ের পেন্ডুলামে অতৃপ্তির সুপ্ত আয়োজন
বিষন্ন সুরের মতো ভাসছে ভাঙনের সুর
সময়ের শরীরে লেপ্টে আছে মধ্যবিত্ত কঙ্কাল
ঘরত্যাগী বাউল রাতজেগে আছে বসে
পালের নৌকোতে বেঁধেছে হাহাকার
দৃষ্টির ওপারে ক্ষণভঙ্গুর বিজ্ঞাপন
মেঘেরা ভবিষ্যত নিয়ে ছুটছে আরশিনগরে
ডাস্টবিনে জমে উঠেছে প্রেমের আবর্জনা
তার আড়ালে লুকিয়ে আছে মৌন দাসত্ব
তাই নিজেকে ভাসালাম সময়ের স্রোতে
সংগৃহীত,,,
কাব্যগ্রন্থ: হলুদ পাতার মতো মৃত্যু ঝরে
আবদুস সালাম,,,,
দৌড় প্রকাশনার ১৫১ তম বই ,,,,
অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় কবিকে ,আমার এই কবিতা গুলো চন্দ্রমুখীতে প্রকাশ করার জন্য
উত্তরমুছুনধন্যবাদ জানাই প্রিয় কবকবিকে
উত্তরমুছুন