কবিতা: ঈশ্বরীয় সংবাদ
আবদুস সালাম
দেখি হোর্ডিং-এ সভ্যতার মানচিত্র
চটুলগান বাজে লটারির দোকানে
থেকে থেকেই ঘোষণা হচ্ছে রাত পোহালেই কোটিপতি
বদলে যাবে সংবিধান --
ইচ্ছেঘুড়ির চাবি আমাদের কাছে
বিরহিনী ফুটপাত আছে শুয়ে
বহু যুগের ওপার হতে যন্ত্রণা বাঁধা প্রতি পরতে
স্থায়ী আবাস গড়তে পারল না কেউ
সকালে বিকালে ঝরে পড়ে আক্ষেপ
রাতের গন্ডি পেরিয়ে সম্মেলনীসভা
উত্তুঙ্গস্তনের লোলুপতামাখা বিজ্ঞাপন
আছে মোড়ে মোড়ে প্রেমের দোকান
কুয়াশাচ্ছন্ন বাড়ি
সম্পর্কেরা হিমঘরে বন্দি
নিতান্তই প্রয়োজন বুঝে হলাম চাষা
বীজও বোনা হল তাড়াতাড়ি
নিবিড় খোঁড়াখুঁড়ি চলল অবাধে
উঁকি মারল দুর্বল বৃষ্টি ----
নতমুখে মেনে নিলাম আঘাতের শতমুখ
আবারও একটা দীর্ঘ আষাড়ের প্রতীক্ষা শুধু
দিন যায় বিষাদে
বুকের পাঁজর কেঁদে ওঠে হাওয়ার শূন্যতায়
ছেলের জন্মদিনের পার্টি হবে
অঢেল আয়োজন
গানবাজনা চলল অনায়াস সভ্যতায়
আলোর প্যান্ডেলজুড়ে রঙের খেলা
বিলেতিমদের বন্যায় ভাসল কচি ছেলের জন্মদিন
বেয়ারা এসে আলগা করে সম্পর্কহীন নিবিড়তা
কচি বাচ্ছা ঘুমাতে গেল আয়ার সাথে
সভ্যতার আকাশে জীবনের রং বদলায়
খসে পড়ে পলেস্তারা
ভাবনার সুন্দরীরা মাতাল হয়
শূন্যহৃদয় নিয়ে কষে যায় সিঁড়ি-ভাঙা অঙ্ক
উত্তর পাই দগ্ধদিনের তৃষ্ণার্ত বালিয়াড়ি
বাঁচার উপত্যকায় শুরু হয় উপকথাদের বিশ্রাম
স্বপ্নপরিরা নাচে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন