বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

সুখবিন্দর সরকার,,,, কিশোরী প্রণয় রথযাত্রা


অন্তসার জলিস (কিশোরী প্রণয় ও রথযাত্রা)

          সুখবিন্দর সরকার


তুমি রাত ছুঁয়ে দিও কম্পাস মজলিসে
নিদেন ছবি এঁকে যায় বন্ধাত্বের চোখ

বারান্দা ছুঁয়ে থাকা নোনতা স্বাদের
মিছিল জেগে ওঠে
একবুক ঐশ্বরিক অভিশাপ...

তোমার বুকে অক্ষত শ্রমিক
গোপন রাখে শতাব্দীর শোক
দেওয়াল ভেঙে জেগে ওঠে
গর্ভবতী মেকাপ

রাত চেনা দায়হীন করিডোর
পথের সংলাপ নারী-হীন সতীত্বে বিভোর

তোমার অপেক্ষায় খোরাকি দিন সব
ধুয়ে রাখা স্বপ্নের মহড়ায়

cleyarence



দুপুর দিনের এক্সরে

         সুখবিন্দর সরকার


দু'আঙুলে যুক্তাক্ষর জমি
তোমার দখলে
মায়াবী হরিণ দাঁতের আড়ালে
কড়াত ভেঙে চলে

একটা ফুটন্ত উপন্যাস জংধরা ইতিহাস রচে ভাতের হাঁড়িতে
চোখ রগরায়  ছিন্ন সীমানায়
মায়ের নক্সা আলতো পিঠে
বেনারসি হাট

ফুলের আড়ালে রঙ-চটা ঢেউ
তোমার পায়ে আলতা হয়ে ওঠে
চুমুর আকাশে বিরহ বাজায় কাতিল
দিনের চাঁদ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন