শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

অপ্রচলিত সোঁদা মাটির গন্ধ,,, শুভঙ্কর দাস


অহংকারী এবং আমি

শুভঙ্কর দাস


একদিন অহংকারীর সঙ্গে আলো আর অন্ধকারের মাঝখানে দেখা হল। আমার হাতের আলোটা নিভিয়ে দিয়ে বলে উঠল, ছোট হ‌ও, পায়ের তলার ধুলোর মত ছোট হ‌ও।
এমন ছোট হতে হবে,
যাতে অন্ধকার কে স্পষ্ট দেখা যায়, আমাকে যেন না দেখা যায়!

কতখানি ছোট হলে তুমি খুশী হবে বলো?
উল্লাসে চিরে ফেলবে নির্মল আকাশ, মাড়িয়ে নির্বংশ করে দেবে সবুজ ঘাস! ততখানি ছোট হয়ে যাবো, একদম ছোট!
তুমি অহংকারের দুরবিন দিয়ে দেখবে
তোমার মুখে খেলা করবে সহস্র সর্পের বিষ, অহর্নিশ।

ওরে আকাশ, ওরে ফুল, ওরে নদী
অহংকারীকে তোরা আলো দে, গন্ধ দে, ঢেউ দে
সেই সঙ্গে জানিয়ে দে
একে অপরকে ছোট করে বড় হতে জানিস? ‌আকাশের মতো বড়!
বনস্পতির মতো বড়! সমুদ্রের স্রোতের মত বড়! সুহৃদয়ের মতো বড়!
অনুত্তর র‌ইল চারপাশ
শুধু হেসে ওঠে অহংকারীর মৃতমুখের রক্তলোলুপ লাশ,
হাতে ধরা ভাঙা আয়না
তাতে ফোটে শুধু একটি কথা

কাউকে ছোট করে সত্যিকারের বড় হ‌ওয়া যায় না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন