শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

অপ্রচলিত সোঁদা মাটির গন্ধ,,,, শুভঙ্কর দাস


পদচিহ্ন

শুভঙ্কর দাস


গর্ভ থেকে হাঁটছি, জলে, শূন্যে, মাটিতে।

মাতৃগর্ভের অলৌকিক বিশ্বাস
একদিন দুইহাত চার হাত হবে, মাথায় জ্বলজ্বল্ করবে
ময়ূরপালকের স্বর্ণমুকুট আর আঙুলে বনবন্
করে ঘুরবে সুদর্শন চক্র।

সে শক্তির সন্ধানে খড়ের ভেতর, কাঠের কাঠামোর ভেতর, ধর্মগ্রন্থের পাতার ভেতর, সহস্র প্রার্থনার ভেতর
নিজেকে দিনের পর দিন শূন্য করেছি, নিঃস্ব করেছি, ক্ষতবিক্ষত করেছি।

শেষে একদিন
সহসা অন্তর্গত ইচ্ছা আয়না হলে, দেখতে পাই.....
জেরুজালেম থেকে যে পদচিহ্ন আসছে,তা রক্তে আঁকা। নবদ্বীপ থেকে যে পদচিহ্ন আসছে, তা ধূলোয় ঢাকা আর যে পদচিহ্ন বীরসিংহ থেকে আসছে , তা আসলে বিজিত দারিদ্র্য।

এইভাবে ধুলোর ভেতর, রক্তের ভেতর, কাঁটার ভেতর পথ হাঁটতে হাঁটতে

সামান্য পায়ের ছাপ একদিন অসামান্য পদচিহ্ন হয়ে ওঠে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন