মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

অভিজিৎ ঘোষ


অমৃতস্য পুত্র

অভিজিৎ ঘোষ


রাত্রি তার এলোচুল ছড়িয়ে বসেছিলেন চন্দ্রদেবতার পাশে,,,

স্বতোৎসারিত বেপরোয়া ঝঙ্কারে-টঙ্কারে
গমগম করে উঠেছিল সেলের গারদ,,,

কাল ভোর রাতে আমাদের একজন সহযোদ্ধার ফাঁসি হবে তাই এই উৎসব,,,

তাই আমরা সকলে স্ফূর্তিতে নেচেছি সারারাত
বলেছি বারংবার: বিপ্লব দীর্ঘজীবী হোক
৭৭ বলেছি, আমরা অমৃতের পুত্র
আমাদের মৃত্যু হয় না।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন