মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

কাজী নজরুল ইসলাম


আমার কৈফিয়ত

কাজী নজরুল ইসলাম


ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন!
বেলা বয়ে যায়, খায়নি কো বাছা, কচি পেটে তার জ্বলে আগুন!
কেঁদে ছুটে আসি পাগলের প্রায়,
স্বরাজের নেশা কোথা ছুটে যায়!
কেঁদে বলি, 'ওগো ভগবান, তুমি আজিও আছ  কী? কালি ও চুণ
কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় ওই শিশুর খুন?


কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙারিয়া কাড়িয়া গ্রাস!
এল কোটি টাকা এল না স্বরাজ!
টাকা দিতে নারে ভুখারি সমাজ!
মা- এর বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি, 'বাঘ, খাও হে ঘাস!'
হেরিনু, জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ!


পরোয়া করি না, বাঁচি বা না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে,
মাথার উপর জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে!
প্রার্থনা করো- যারা কেড়ে নেয় তেত্রিশ কোটির মুখের গ্রাস,
যেন লেখা হয় আমার রক্ত - লেখায় তাদের সর্বনাশ!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন