হলুদ তস্কর
শুভঙ্কর দাস
বয়সকে উপেক্ষা করতে পারো না তুমি!
শেষবার ভেবে আর একবার
চাঁদের কথা শোনো, চাঁদকে দেখতে মাথা তুলে
তাকাতে হয়, তখন মাটির কথা থাকে না মনে।
রক্তক্ষয়ীরণে অস্ত্রধারী রাজাকে দেখতে হলে
চোখ তুলে তাকাতে হয়, তখন অশ্রুর কথা থাকে না মনে।
একথা চাঁদের নয়, রাজার নয়, বরং অশ্রু আর মাটির
যার ভেতর আমি আর আমার ভালোবাসা ভরে আছে।
তুমি ভালোবাসা কে উপেক্ষা করতে পারো।
বয়সকে উপেক্ষা করতে পারো না।
বয়স শুধু শ্মশানের কথা ভাবে, পতনের কথা ভাবে, পরিণতির কথা ভাবে।
হৃদয়সন্ন্যাসী উৎসমুখে দাঁড়ায়, কামনার ভীষণ জ্বর,
বয়সকে উপেক্ষা করা চলে না,বয়সটা হলুদ তস্কর।
(কবিসম্মেলনে প্রকাশিত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন