শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

অপ্রচলিত সোঁদা মাটির গন্ধ,,,, শুভঙ্কর দাস


অভিচার,,,

শুভঙ্কর দাস,,,,


কত ফুল রোজ খুন হয়ে যায় পূজার নামে!
এখানে হৃদয় রোদ পোহায় ক্ষুধার্ত কুমিরের মতো।
এখানে কালো চক্ষুর কাক শ্বেতপাথরের মন্দিরের
মাথায় বসে লক্ষ্য করে লেনদেনের ফসফরাস।

এখানে কাম পথে-ঘাটে কুকুরের লেজের মতো
প্রায় সকলের শরীরে শরীরে অদৃশ্য নড়ে।

এখানে শ্রীরামকৃষ্ণ কাজলের ঘরে কালিহীন নিষ্পলক
চেয়ে থাকেন। এখানে নানা গোপন রোগ-ভোগের
বিজ্ঞাপন নিয়ে সুপ্রভাত জানায় প্রথম শ্রেণির দৈনিক।
এখানে কিশোর পাঠ্য ইতিহাস ব‌ইতে হিটলার গোঁফে
তা দেয়। এখানে স্থূলকায়া মহিলার ঘর্মাক্ত বাহুমূলের
নীচে ওঠেন ক্লান্ত সূর্যদেব।

এখানে দিনরাত হয় ডানে-বামে।
এখানে দিকশূন্যপুরের চিঠি আসে নীলখামে।
এখানে সবকিছু প্রায় বিকায় শেয়ারের দামে।

কত ফুল রোজ খুন হয়ে যায় মিথ্যা পূজার নামে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন