শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

অপ্রচলিত সোঁদা মাটির গন্ধ,,,, শুভঙ্কর দাস


গৌরচন্দ্রিকা: শব্দ সন্ধানী,,,,,

(আনন্দবাজার পত্রিকা দ্বারা সম্মানিত কবির পরিচয়),,,,শুভঙ্কর দাস,,,,,


আটপৌরে শব্দ। অভিজ্ঞতা থেকে চয়ন করা। সেই দিয়েই তৈরী করেন পঙক্তিমালা, "যেখানে আমার মায়ের পায়ের চিহ্ন ধুলায় লেগে আছে, সেটাই আমার ভাতঘর,আমার দেশের বাড়ি"। কবি শুভঙ্কর দাস। হলদিয়ার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। পেশায় শিক্ষক। ইতিমধ্যে দশটা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। "দেশ" পত্রিকায় প্রকাশিত হয়েছে ন'টি কবিতা। বিভিন্ন কবিতার কাগজে তার কবিতা নিয়মিত প্রকাশিত হয়। বাংলার বিভিন্ন পত্রপত্রিকার একাধিক পুরস্কার এই কবির ঝুলিতে রয়েছে। এপার বাংলা ও ওপার বাংলায় জনপ্রিয় কবি কবিতার ভিডিও মিউজিক‌ও করেছেন নিত্যনতুন।

বাবা রাজকৃষ্ণ দাস বন্ধ হয়ে যাওয়া সার কারখানার কর্মী ছিলেন। মা অঞ্জলি দাসের কাছে লেখার প্রেরণা। প্রথম কাব্যগ্রন্থ "দেবে যদি দুঃখ‌ই দাও" প্রকাশিত হয় ২০০৬ সালে। উল্লেখযোগ্য কাব্য "বুকের বসুন্ধরা ","হৃদয়মঙ্গল কাব্য", "কাশফুলের কান্না",,,
উল্লেখযোগ্য দুটি গল্পগ্রন্থ "নীরব প্রেম", "মাটি ছোঁয়া মেঘ"। তার সাম্প্রতিক কাব্যগ্রন্থ "মৃত্যুর পর হেঁটে ফিরে আসব"। "প্রেম ও প্রতিবাদের পদাবলী"- সহ একাধিক কাব্যগ্রন্থ‌ সম্পাদনা করেছেন। প্রেমিকা পায়েল চৌধুরী এখন ঘরনি। আরেক প্রেরণা। শুভঙ্করের প্রিয় কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। নিরন্তর গাছ লাগানোর কথা বলা শুভঙ্কর জানান, বাংলা কবিতা মানুষ পড়ুন, চান তিনি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন