বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

দেবাশিস বসুর কলম,,,,,


ছবি সংগৃহীত হয়েছে,,,,
ইন্টারনেট সৌজন্যে,,,,
((নিকুচি করেছে)) এই অফিসিয়াল পেজ থেকে,,,,

বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য

#গদ্য কবিতা

#ছান্দসিক

মনে পড়ে প্রমিথিউস

#দেবাশিস বসু



মনে পড়ে প্রমিথিউস,
আলোকবর্তিকার সন্ধানে
তুমি যখন মানুষের কল্যাণে
শৃঙ্খলবদ্ধ- পাহাড়ের সাথে
প্রতিরাতে ঈগল ঠুকরে যেত
তোমার নগ্ন শরীর
ঈশ্বরের নির্দেশে

ঐ ছুটে চলে বাতিয়ালা
মই কাঁধে নিয়ে
সন্ধ্যা ঝাঁপিয়ে পড়ে গঙ্গাবক্ষে
ক্ষীণ থেকে ক্ষীণতর হয় ফিটনের শব্দ
আনন্দ শরীরী হয়ে ওঠার অপেক্ষায়
শিঞ্জন ভেসে আসে বাতায়ন থেকে
সন্ধ্যারতি শেষ ঠনঠনিয়ায়
অন্ধকারকে আরো আঁধার করে
ঐ কারা দাঁড়িয়ে-তোমার অপেক্ষায়
তুমি আর তোমার
বৃহদাকার মস্তকে শরীর কৃশকায়


তীব্র আঘাতে ভূপতিত তুমি
ভূপতিত খনার উত্তরপুরুষ
জিহ্বাহীন- সমাজপতির নির্দেশে
যারা বছর বছর শাবকের প্রসবাগার
কিংবা বৃদ্ধ কুলীনের শবসজ্জায়
যাদের যৌনতার মৃত্যু বাসরঘরে
জীবনের হাহাকার মাসকাবারি ক্রন্দনে
হয়তো গর্ভ কেঁদেছে সারাটা যৌবন ধরে
বারংবার সতীত্বের পরীক্ষায়
আত্মাহুতি দিয়েছে জনকদুহিতা
মিথ্যাবাদী তুলসী আজও পূজিতা


ব্যর্থ শতাধিক প্রচারপত্র  বিশেষ অভিযোগ
ব্যর্থ পঞ্চাশ হাজারি স্বাক্ষর
ব্যর্থ অসংখ্য প্রস্তরবৃষ্টি
রাধাপ্রসাদের বিচ্ছেদেও
অদম্য তুমি শ্রীস চন্দ্রের পরিণয়ে


যদি দেড়শ বছর পরে
আজও রাস্তায় গড়ায়
কবন্ধ কনিষ্কের মতো
তোমার কর্তিত মস্তিষ্ক-মহাবিদ্যালয়ে
ভঙ্গিল সারাটা শরীর - তিরস্কারে
দুচোখে অঝোর ধারা- অবিশ্বাসের
রক্তের বদলে ছিন্ন কন্ঠ থেকে
ভলকে ভলকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস-
অন্তিম পরাজয়ের


মনে পড়ে প্রমিথিউস,
যখন ঈগল ঠুকরে খায়
তোমার নগ্ন শরীর
আজও ঈশ্বর ঈশ্বরীর গেন্ডুয়া খেলায়-
তুমি ছিন্নমস্তক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন