কবিতা: নীল (কিশোরী প্রণয় রথযাত্রা)
নাম: হুমায়ুন কবীর মন্ডল
আমি ভালোবাসতে পারি না, তাই:
মাদাম তুসোয় জায়গা হবে না কোনদিন
টেরাকোটা ছুঁয়ে দেখেছি বারে বারে
মুচকি হাসে শপিং মলের মেয়েটি
সোনারপুরে বন্যা হলে
ভিজে গেল চপ্পল জোড়া
তোমার পাশবালিশে তৈরী হল
আর একটু ব্যবধান
আলোকবর্ষ ক্লান্তি মেখে টহল দিই
নীলবাতি হাতে শয়নকক্ষের ঘাম
ডিম লাইটে দেখতে পেলাম
আদিম রিপুর সহাবস্থান,,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন