শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯

হুমায়ুন কবীর মন্ডল,,,, কিশোরী প্রণয় রথযাত্রা


কবিতা: জিঘাংসা (কিশোরী প্রণয় রথযাত্রা)

নাম: হুমায়ুন কবীর মন্ডল


আমি তোমার কথা ভাবতে থাকি
গহীন রাত্রির প্রতিটি শিরা উপশিরা ভেদ করে
যখন কাল পেঁচা ডেকে ওঠে
রাতপুরীর প্রত্যেকটি কীট চুপিচুপি
জানিয়ে দেয় ভয়ংকর সব অভিলাষ
সম্মোহনী প্রদীপটাও নিভে গিয়ে
আর্ত চীৎকার করতে থাকে।।

অন্ধকার ফেনায়িত হয় - পাহাড় সমতলে
সমুদ্র নীল গাঢ় থেকে গাঢ়তর হতে থাকে
কালনাগিনী খুঁজে পায় মেঠো ইঁদুরের সংসার
মহাশ্মশানের নিদারুণ স্তব্ধতা
উঁকি দেয় গৃহস্থের সংসারে
বাতি জ্বেলে জ্বেলে ক্লান্ত জোনাকির
শেষ রোশনাইটুকু গিলে ফেলে এই মহারাত্রি।।

ভাবতে থাকি তোমার কথা অপরাজিতা,
দীর্ঘ জনপদ পার হয়ে সন্ত্রস্ত পশুগুলো
মাটি স্পর্শ করতে চায়
কংক্রিটের মতো ধাতব শব্দ ফিরে আসে
মূর্তিমান হাহাকারের মত
হালুইকরের ছেঁড়া গামছার তিতকুটে স্বাদে
ব্যর্থ হয়ে ফিরে যায় মাছির পাল
অপরাজিতা, আর ভালোবাসতে ইচ্ছে করে না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন