নাসির ওয়াদেনের কবিতাগুচ্ছ
১.
ব্যক্তিগত ইচ্ছের হত্যালীলা
এ কোন দেশ, নাকি কোন এক হত্যালীলা ভূমি ?
কী দিয়ে বুঝবো মুখোশ পরে যে ঘোরে অন্ধকার
কুরুক্ষেত্র আজ ঘরে ঘরে দেখি, বধ্যভূমি
মানুষ মানুষকে ঘৃণা করে শুধু ধর্মের দোহায়
রাজন,কাপড় কোথায় ? কোলের শিশুর প্রশ্ন মনে
উলঙ্গ দেশ, বিকলাঙ্গ শরীর, দগ্ধজ্বালা বাতায়নে
হাসিতে খুশিতে ভরে ছিল যে ভূমি, রক্তগঙ্গা বইয়ে
ছুটে চলেছে বিদ্বেষস্রোত, কতদিন রইবে সয়ে
আকাশ কাঁদিয়া ডাকে পাখিকুল, বাতাসও বিষে ঠাসা
হাতে হাতে ঘোরে তলোয়ার ছুরি, দারিদ্র্য সর্বনাশা
এস হাত ধরে শপথ করি, যুদ্ধ নয় আর এ ভূমে
স্নেহ চুম্বন ভরে যাক মন ইচ্ছেরা উড়ুক নীলাসমে।
----
২.
মৃত সূর্য উঠুক আলোর বীর্য মেখে
সব কিছু ডুবে আছে আঁধারে, নিঃশব্দে পোড়ে আলো
পশু আর মানুষ এক হয়ে গেছে হাতদুটো জমকালো
তুমি স্বাধীনতা, যুদ্ধের দামামা শোন চৌকাঠে, অন্দরে
দুর্বল যারা ছিল একদিন, আজও অত্যাচারের খপ্পরে
বিশেষ সুবিধা পাবে কেন তারা, এক নীতি একদেশ
হে আর্য হে অনার্য এক দেহে মিশে গেছে, তবু বিদ্বেষ
গ্রাস করে ফেলে নগ্নতার জালে ভালবাসা যায় হেরে
স্বাধীনতা তুমি কার কাছে? হাজার হাজার শিশু না খেয়ে মরে
তাদের কাছে প্রত্যাশা নেই, ধুলোমাখা সংসারই ভালো
মুক্তি চায়নি, সুখ চায়নি, চেয়েছে দুবেলা খাদ্য-আলো।
সবকিছু কেড়ে তুলে দেবে ওই পুঁজিপতিদের হাতে
এই বুঝি স্বাধীনতা? মানবিকতাকেও মারো জাতপাতে !
।।।।।।।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন