অপাপবিদ্ধ (কিশোরী প্রণয় ও রথযাত্রা)
উজান উপাধ্যায়
ক্রমশ তলিয়ে যাচ্ছি শহরতলির সান্ধ্য জঠরে, হিমশিম খেয়ে যাচ্ছে হলুদ নিয়ন-
ক্রমশ গিলছে চোরাবালি, প্রেয়সীর চোখ জিভ আদিম ওষ্ঠভাঁজ মৃদঙ্গ বাজিয়েছে উদগ্র সিম্ফনির চলকে পড়া হারমনিক্স ছুঁয়ে।
আমাদের এই সব সর্বনাশ অন্ধকার লুটেপুটে খায়, আমাদের গভীর প্রশ্বাস বাঙ্ময় হয়ে ওঠে তৃষ্ণার্তের বিবরে রাখা তৃপ্ত হরিণীর মতো।
ক্রমাগত মরে যাচ্ছি আমরা দুজন, পৃথিবীর সব নীল
আমাদের দুজনের নিঃস্বতার কাঁধে শিকারি রাতের সব নগ্ন আস্ফালন জড়িয়েছে বিনিদ্র কুয়াশার মতো।
এই যে প্রেমজ তিমির আমাদের যৌথ হত্যার, মাইল মাইল দূরে ঝরে যায় আদুরে ছায়ায়-
এইভাবে একটি জন্মের অনস্বীকার্য ভুল ভালোবাসার পোশাকহীন লয়ে অপাপবিদ্ধ হয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন