((বিশ্লেষণ সংক্ষিপ্ত নিটোল সৌন্দর্যের মোড়কের....)),,,,,
সুপ্রীতি বর্মন,,,,,
"সেলফি",,,,,
অসম্ভব এক ডাকের সুন্দরী,,, এক অষ্টাদশী সম্পূর্ণ অচ্ছুৎ আর বিন্দু বিন্দু রিরংসা মনে আসক্ত হয়ে আছে। ঠিক তখন কিন্তু তার যৌবনকে হারিয়ে ফেলার আশঙ্কায় তৎপর হয়ে উঠছে উদ্বিগ্ন হয়ে সেলফি তুলতে। কিছুদিন আগেও ছিল সে নিটোল লাবণ্যে এক তন্বী,,, মেঝেয় চটা দাগ নেই,,, আর উৎকন্ঠায় প্রণয়ঘটিত আড্রিনালিন ক্ষরণ স্রোত তখন তার ঘুমন্ত মুখে গভীর রাতে। শুকনো ঠোঁটেও কি দারুণ জেল্লা। তখনি বসে গিয়েছিল তাকে ঘিরে চাঁদের হাট,,,,,
কিন্তু অদৃষ্টের পরিহাসে তার অমৃতে অরুচি ধরে যায়। নিঃশ্বাসের গুমোট রঙ তখন তাচ্ছিল্য ও ঘৃণার হুতাশনে চটে ওঠা মেঝে অসহায় হয়ে বোবাকান্নায় নিঃসাড় হয়ে ঘুমিয়ে পড়ে। যতই সুখ্যাতির রোদ তাকে আলিঙ্গন করুক তবুও আপনজন ছাড়া এই অরণ্যানীর তমিস্রা সে আর সহ্য করতে না পেরে অক্ষি-নীরে নির্বাসনে যেতে চায়।।
অনিঃশেষ প্রচেষ্টায় মেঝের চটাগুলো ঢাকতে থেকে ক্লান্ত এক প্রিয়তমর চুমুর চিকন স্পর্শে জেগে থাকা রাত মাছির মতো ভনভনিয়ে দেওয়ালে গড়ে তোলে এক নির্ভেজাল রতিচিহ্ন। সেই অন্বেষণ এর কৃচ্ছসাধনে থাকতে গিয়ে যখন ভোর হল,,, তখন মেয়েটি আর সেলফি তুলতেই পারলো না,,,, সে কখন অপারগ হয়ে গেল,,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন