আশ্চর্য খোলস
সায়ন্তনী ভট্টাচার্য
((চন্দ্রগ্রহণ পত্রিকায় প্রকাশিত))
চন্দ্রমুখী এক্সক্লুসিভ
((প্রকাশিত শ্রীময়ী দর্পণ))
শিরোনাম:
Poetry Inscription Soliloquy Intimacy
১....রাত বাড়লে আমার অসহায়তা বাড়ে
ছুটির জন্য লম্বা লম্বা রাস্তা এঁকে ফেলি
রেণু কুড়িয়ে নিতে উবু হয়ে বসে যায়
দর্জি-মানুষেরা
জুড়ে জুড়ে গর্ভ তৈরি করে
আর আমি দৌড়াতে দৌড়াতে দেখি টানা গদ্যের পথ
ক্রমশ কেমন ছোট হয়ে আসে
রাত বাড়লে বাঘের শিরায় চনমন করে ওঠে ভয়। পাপড়ি পুড়ে যায় বলে ছটফট করে ফুলেরা।
সমাধি তে শুয়ে খোলা আকাশ।
পৃথিবীর এসব হাড়-পাঁজর গুঁড়ো করে বেঁচেবর্তে থাকা।
##বিশ্লেষণ
##((নৈঃশব্দ্য যাপন))
২....মাঠের মাঝে জেগে থাকা ঘুম ঘুম গাছ
ধরো ফুটফুটে তারা আঁকা আকাশে লাঙল চালিয়েছে সে এক মস্ত পাগলা
আমাদের বিছানার ছাদ ঘুণে ধরা
কুঁচকে আসছে দেওয়াল
পলেস্তারা-বোধ নিয়ে ত্বকে ঘষে নিচ্ছি নবীন কোনও ত্বক। শরীর-ভাবনা।
ধরো আমি সেই অরুণ দুপুরে নিজেকে রাঙিয়ে নিয়ে দুর্ভাবনা তুলে দিচ্ছি তোমার হাতে।
হাতের কাঁপন খুব। এ ভার সইবে কী করে?
##বিশ্লেষণ
##((কাল্পনিক চিত্রনাট্য এর রঙমশাল))
৩....ক্ষত নিয়ে তুবড়ে থাকি মহাকাল
এ ক্ষত কে আমি বলি কাঙাল পাঁজর
আমাকে সে আত্রেয়ী নদী বলে ডাকে
তার নৌকা উল্টে রাখে
পরাগ একত্র করে বন্ধু-বিকেল গড়ে তুলি
ধাক্কা প্রপাত নেমে আসে
চিত হয়ে সাঁতার কাটে দিন
গলা পিচ, ফালি সাঁকো, কিছু কানাগলি এইটুকুই আশ্রয় আমার।।
আমারই অন্নভোগে ভরে থাকি, আমিই পৃথিবী।।
শস্যে শস্যে জেগে থাকে ক্ষয়
সমস্ত ছোঁয়ার দিনে তুমুল গর্ভবোধ হয়।।
তোরঙ্গে তুলে রাখি আশ্চর্য খোলস।
কতশত দিন কেটে যায়, সেসব কী অপচয়??
অপচয় নয়??
##বিশ্লেষণ
##((ভাঙা গড়া আশ্চর্য খোলসের আড়ালে আক্ষেপের দ্যোতনা ও প্রশ্নবোধক অস্তিত্ব নির্মাণের কৌশল))
৪.....অপেক্ষার ছায়া আছে, ঢলে পড়া ছায়া?? ঝাঁপিয়ে নেমেছে বৃষ্টি আর অপেক্ষা সেই বৃষ্টি তে মিশে গিয়ে নদীর তেষ্টার কাছে হলো নৌকো-বীজ।।
এমন তীব্র দিনে এসব আকুল-বোধ বাঁচিয়ে রেখে ছলাৎছল অমৃত-তর্পণ
দ্যাখো ঘরদোর, ভাতের হাঁড়ি শুধু ফিরে আসা চাইছে।।
আসলে ফিরে আসা একটা মিথ।।
ফসল কাটার পর মাঠের সমাধির দিকে চেয়ে তোমারও মনে হতে পারে দুয়ারখানি শিকল তোলা, মেঝেতে পা রাখলেই ধসে যেতে পারে অস্তিত্ব।।
ঢেউ শিরায় শিরায় পৌঁছে যাচ্ছে, পালঙ্কে পৌঁছে যাচ্ছে।।
তারও তো বালির লোভ হয়, তারও তো চাই ডুবে যাওয়া মাস্তুল, ঘোর।।
##বিশ্লেষণ
##(( ধ্বংসাত্মক অগ্নিমান্দ্য দুরন্ত উদ্বিগ্নতার অস্তিত্বের কোলাহলে অপ্রত্যাশিত চাহিদা ফিরে আসা ছলাৎছল যেন এক অমৃত-তর্পণ কালাশৌচ))
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন