সোমবার, ৯ নভেম্বর, ২০২০

সবাই এখন সংযমী ঋষি হয়ে যাও##সুপ্রীতি বর্মন

 


Mascara (A new style segment of Chandramukhi),,,,, 


সুপ্রীতি বর্মন,,,,,, 


সবাই এখন সংযমী ঋষি হয়ে যাও,,,, 

যাজ্ঞবল্ক্য ঋষি বিল্বপত্রম নীলকন্ঠে আদ্যন্ত শুল্ক যাপন শ্লোক পুরাণের পুঁথি ছিঁড়ে খড়কুটো কুঁড়েঘরে ক্ষৌরকর্ম দাওয়ায় বসে,,,

নেই কোন উপায় চিবুক থেকে পুরুষালি লোমশ বুকে সিংহের কেশর ঝুলিয়ে,,,,, স্ত্রীয়াচারের মোরগ ঝুঁটি আঁকড়ে হয়ে যাও মিতব্যয়িতার সঞ্চয়ে সন্ন্যাসী,,,, 

হয়ে যাও সাময়িক বিরতি পূর্ণচ্ছেদ সংসার আশ্রম হতে 

বৈরীতায় রুক্ষ সূক্ষ আটপৌরে অরণ্যে লেগেছে গ্রহণ,,,,,,

বানপ্রস্থ যাপন বাটপারি চোরের উপর 

গার্হস্থ্য আশ্রম কিংকর্তব্যবিমূঢ় ক্ষয়রোপণ,,,,,,

অজাতশ্মশ্রু ভালো ছিল এই এঁচোড়ে পাকা কলুর বলদের ঘানি টানা এককাঁদি চুল দাড়ি,,,,

ছোট্ট চড়ুইয়ের বাসায় অজন্মা গিজগিজ খড়কুঁটোর টানাটানিতে মহীরুহ বটের বয়োবৃদ্ধ হোমরাচোমরা গতরে টেকা দায়,,,, 

গুচ্ছ শিকড়ের গ্রন্থিমূলে যখন তখন আদ্যোপান্ত ঘর্ষণ,,,, 

এটাই এখন স্লো মোশনে স্থিরচিত্র নিশ্চল কাকাতুয়ার বুড়ো আংলা মানুষের ফ্যাশন,,,,,,

পুরুষকথার সংসার পুষ্করিণীর ভরাট আতামুখে ক্রন্দন,,,,




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন