সোমবার, ৭ জুন, ২০২১

সম্পাদকীয় কলম

 


সম্পাদকীয় কলম 

"Instagram Magic Screenshots Classics Interpretations" 


Slideshow


সুপ্রীতি বর্মন 


Editorial Segment 


Straight Forward Clarification and Statement


প্রায় সময়‌ই দেখা যায় টাইমলাইন ঘোরাঘুরি করার চক্করে এমন অনেক আম্রমাধুরী চটকদার বিশ্লেষণী পর্যালোচনা যা সত্যি করেই অনেক বেশি করে দাগ কেটে যায় যা ক্ষণিকের আঁচড় নয় বা আত্মতুষ্টি তে ভোগা অহংসর্বস্ব মননশীলতার ছাপ নয় বরং অনেক বেশি স্মৃতিতে ঘর করে নোঙর ফেলে থেকে যাওয়া কান্ডারীর বৈঠা বায়ে স্রোতস্বিনীর আছড়ে পড়া মস্তিষ্কের মন্থনে সূক্ষ্ম রন্ধ্রে অবাধ্য আস্কারা জাগায় চাহিদা আরো বেশি করে মন দিয়ে সেটা পড়তে আর তার সামগ্রিক চেতনায় মগ্ন হয়ে পড়া চৈতন্য এর ঘোর জাগায়।।।।।। 

               যদিও মাঝে মাঝে সেই সকল পোস্ট অন্যজনের টাইমলাইনে হতে পারে তখন সেই পোস্টে ঝাঁপিয়ে পড়ে আম্রমাধুরীর ঝোঁকে মাছিদের দল যারা এলোপাথাড়ি উদরপূর্তি ঘটাতে এক আশ্চর্য শিহরণে জমা হয়ে ভিড় করে তার চতুর্দিকে অনেকটাই মৌনতা ছেড়ে মুখর নীরবতায়।।।।।। 

      তাদের ক্ষণিকের এইভাবে বিস্ফোরণ বুঝিয়ে দেয় তাদের সমালোচনায় যে সেই বিশ্লেষণে সত্যিই জোর আছে যা ছোট্ট দাগ নয় বরং আঁচড় কাটতে উঠে পড়ে লেগে যায়।।।।। 

     অনেকসময় নৈঃশব্দ্য যাপনের শীৎকার কজ্জ্বলিত আঁখির দলামোচা অসুখের ভাঁজে দুঃশ্চিন্তার প্রহর গোনে বেঁচে থাকার জন্য তখন এই অল্পতে সাধ মেটার মতন উদ্ধৃতি কিংবা বিশ্লেষণের মতন সূচের মতন ঢুকে গিয়ে অনেকটা ফাল হয়ে বের হয়ে যায় আর সকল অবসাদ উড়ে যায় প্রাঞ্জল লিপিতে জীবনের শিলান্যাসে ঐ একটু আধটু কথায়।।।।।। 


তবে বেশিরভাগ মানুষ অনেকসময় আত্মকেন্দ্রিক হয়ে সেই সকল পোস্ট কে নিজেদের এক্তিয়ারে ধরে বেঁধে রাখতে চায় শুধুমাত্র নিজের করে সেখানে যদি বাহ্যিক কেউ ভীষণভাবে মন্ত্রমুগ্ধ হয়ে সেই উক্তি কিংবা বিশ্লেষণ নিজের ঘরে রাখতে চায় শেয়ার করে তখন অনেকসময় আক্রোশে সে তার উপরেই চড়াও হয় এটা বোঝাতে নিজের তৈরি করা অজ্ঞাতবাসের নীতি নির্ধারণে যে এটা শুধু তার তাই সেটা শেয়ার করার আর কারোর অধিকার নেই তখন সেই ম্যাজিকাল ইন্দ্রজাল বিনা মেঘে বজ্রনাদের মতন ক্ষণিকের তরে ক্ষণিকে আমরা পরিভাষায় আটকে থেকে যায় জন্মের মতন তবে অনেকটাই তার উপলব্ধি নেবার পরেও পাঠক মনে না শেয়ার করতে পারার দরুণ রুদ্ধকর শ্বাসের উদ্বিগ্ন কোলাহলে ভুগতে থেকে যায় কিন্তু সামগ্রিক ভাবে শান্তি কোনদিন পায় না।।।।।।।। 


অনেকেই ভাবে যে এইভাবে অন্য কারোর টাইমলাইন থেকে পোস্ট তাকে না বলে শেয়ার করে নিলে সে হয়তো ভীষণভাবে মনক্ষুন্ন হয়ে উঠে।।।।।

 তবে আমি যখন কারোর পোস্ট ভীষণ ভালো লাগতো তাকে কমেন্টে শেয়ার করছি লিখেই শেয়ার করে দিতাম সে অনুমতি দেবার আগেই তখন কেউ কেউ বলেছিল যে এইভাবে করা মানে তো তার অনুমতি নেওয়াই হচ্ছেনা সামগ্রিক অর্থে তাই তার হয়তো বিরুদ্ধাচরণ থাকলেও থাকতে পারে কিন্তু আমি মনে করতাম সেই ব্যক্তির সাথে আলাপে ও সংলাপে দীর্ঘসময় ধরে থাকার কারণে তার ব্যাপারে কম বেশি হলেও কিছুটা উপলব্ধি আছে তার মনস্তত্ত্ব সম্পর্কে এক সম্যক ধারণা যে সেও এই এক‌ইভাবে সেই সর্বাঙ্গীণ জাগরণে বিশ্বাসী শুধুমাত্র নিজেরটা কুক্ষিগত করে ধরে রাখার জন্য নয় তাই হয়তো তার সেই বোধের উপর বিশ্বাস ও উন্মুক্ত ভালোবাসায় এক কঠোর আত্মবিশ্বাসের স্পৃহা জেগে উঠতে পারে অতি দ্রুত অনায়াসে তার জন্য কোন বিকল্প প্রমাণ্য দলিলের প্রয়োজন পড়ে না।।।।


অন্যদিকে অনেকে ভাবে এইসব পোস্ট গুলো যত্রতত্র আকছার শেয়ার করার মানে বোঝায় অনেকটা অবলীলাক্রমে নিজস্ব আত্মপ্রচারে রসদ করে আনুষঙ্গিক উপাদানের সহযোগে ধোঁয়া উড়ানো কারণ সেখানে আগুনের উৎস এর সূত্রপাত অনেকটা পরের কাছে গচ্ছিত থাকে অনেকটা বৃথা সময়ের অপচয় ভাবতে শুরু করে দেয় ।।।।।।। 


তাই এইরকম অজ্ঞাতবাসে যেখানে দরজা জানালা  বন্ধ করে শুধু আপাদমস্তক আমার আমার চিৎকার করে চোখের তলায় বার্ধক্য এর দীর্ঘ প্রতীক্ষায় বলিরেখা ফেলে ভুখামিছিলে গাদাগাদি করে অষ্টপ্রহর সুস্থ শরীর ব্যস্ত করে ছোটাছুটির কোন মানে হয় না।।।।।। 

যেখানে বোঝা যায় সেই উক্তির মর্মাথ যে আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে ন‌ইলে মোদের রাজার সনে মিলবো কী শর্তে।।।।।।।।। 


সামগ্রিক বিকাশ ও জাগরণ তখন সম্ভব যখন এই সঙ্কোচনশীলতায় কুঁকড়ে থাকা শীর্ণ শরীরে গাঁট পড়তে থাকা সংকীর্ণ মানসিকতা নষ্ট হয়ে প্রস্ফুটিত কমলের অর্ঘ্য এ দেবীর আলতা রাঙা পায়ে সমর্পিত হতে পারে।।।।।।। 


তাই এই সেগমেন্ট এর শুরু করা হলো যেখানে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন জনের বিভিন্ন আঙ্গিকের নৈপুণ্য এ লিখনের শীৎকারের সৌন্দর্যে ও বোধে আত্মপ্রকাশ ঘটে চলেছে প্রতিনিয়ত চতুর্দিকে তাদের মিলিত সমাবেশের উন্মুক্ত প্রাঙ্গণ দর্পণে।।।।।। 

ফেসবুকের সেই সকলপ্রকার পোস্ট এর মধ্যে যেগুলো যথেষ্ট যুক্তিগ্রাহ্য ও গুরুত্বপূর্ণ অন্তর্নিহিত অর্থ কিংবা মনস্তত্ত্ব এর বিশ্লেষণ এ তথ্যসমৃদ্ধ আছে সেগুলোর ক্রমান্বয়ে Screenshots  তুলে ধরা হবে চন্দ্রমুখীর এই এক্সক্লুসিভ সেগমেন্ট এ যেখানে পোস্ট ও শেয়ার যে কোন সময়ে হতে পারে বিনা কোন ধরাবাঁধা নিয়মের লৌকিকতায়।।।।

শনিবার, ৫ জুন, ২০২১

শাশ্বত দৈনন্দিন কোলাহল

 


 "Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance


##Salil Hore Timeline Post with unique angle of thought and interpretation



সুপ্রীতি বর্মন


##শীত, গ্রীষ্ম, বর্ষা অটোচালক ভরসা ****


জীবনশৈলী ও যাপনের অন্যতম মাধ্যম যার কোন বিকল্প নেই এক সাদামাটা অতি নগণ্য মূল্যে সহজলভ্য হতে পারে অটো সকল প্রকার প্রতিবন্ধকতা ঠেলে গন্তব্যে পৌঁছে যেতে যে কোন পরিস্থিতি তে তাই অটোই সেরা মনে হয় সকলের নাগালের মধ্যেই সেটা থাকে!!!!!!


##ছেলে হোক কালো আর ব‌উ হোক 

ফর্সা ****


সারাজীবন ঐ একটাই ঐকান্তিক ইচ্ছা কিংবা আগ্রহ সকলের মনে ঘর করে বসে থাকে যে ছেলের বৌ কে ফর্সা হতেই হবে না হলে বংশের মুখে চুনকালি পড়ে যাবে আর ছেলে তো সোনার আংটি তাই বাঁকা হলেও চলবে কারণ তাতে কেউ দিনের শেষে ত্রুটিবিচ্যুতি খুঁজে বের করতে যাবে না!!!!!!


##সংসারে হবে সুখ যেমন লোহা আর

 চুম্বক ****


লৌহপুরুষের আকর্ষণে জমাট বাঁধা পরিণয়ের চৌম্বকীয় ক্ষেত্র প্রস্তুত সুখ নির্মাণে সংসার যেমন হয়ে থাকে ঠিক তেমন লোহা আর চুম্বক প্রণয় এর ঝোঁকে আকর্ষণীয় সঙ্গম সুখ তার ভিত্তিপ্রস্তর স্থাপন করে!!!!!


##যদি উভয়েই সুন্দর হয় তবে ডিভোর্স এর খুব ভয় ****

অনিশ্চয়তায় সঙ্কোচনশীলতার গহ্বর সংকীর্ণ মানসিকতায় অনেকসময় নষ্ট করে ফেলে জাগতিক মুগ্ধতার সারল্য কে আর আগাছা গজিয়ে উঠতে চায় রন্ধ্রে রন্ধ্রে শিহরণে গুঁতো মেরে জানান দেয় নিজের অস্তিত্ব সন্দিহান অন্বেষণে যে এই সম্পর্কের গাঁটছড়া ছিঁড়ে ফেলাই শ্রেয় হবে !!!!!!

প্রকৃত প্রেম ও ভালোবাসার সংরক্ষণ সন্দিগ্ধ চিত্তে একেবারেই অসম্ভব!!!!!

 অসীম শূন্যতায় দেদীপ্যমান ধ্বংসের লেলিহান শিখার অগ্ন্যুৎপাত সেখানে সেই ক্ষণভঙ্গুর বন্ধন কে সহ্য করে চলা এক শীঘ্র পতন এর দশার সূত্রপাত ঘটায়!!!!!!!




শাশ্বত সত্যের প্রেক্ষাপট


 

 "Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi 


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance 


##Controversial issue regarding the true value of Friend List in Facebook


##সৌরভ ঘোষ Timeline Post with unique angle of thought and interpretation 


সৌরভ ঘোষ আমার অনেক আগের একজন লেখালিখি করার সূত্রে পরিচিত কবি ও বন্ধু এবং অনেকবার চন্দ্রমুখীর জন্য লেখাও দিয়েছে সে এই বিষয়ে আমার কোন সন্দেহ বা দ্বিচারিতা নেই।। 


এই প্রসঙ্গে আমার কিছু বক্তব্য আছে তাই প্রকাশ্যে তুলে ধরছি আশা করি সকলে প্রায় সেই বিষয়ের প্রাসঙ্গিক যোগসূত্র কিংবা মিল খুঁজে পাবেন।।।।। 


কেউ কেউ বলে উঠে দেখা যায় সুপ্রীতি প্লীজ আমাকে কোন পোস্টে তোমার ট্যাগ করো না আর তোমার ফেসবুক গ্রুপে আমাকে ইনভাইট করবে না কারণ ব্যক্তিগত ভাবে আমার খুব অপছন্দের গ্রুপে অংশগ্রহণ করা।।।।। 

 যে কোন গ্রুপবাজি তে যুক্ত হ‌ওয়া আমি একদম পছন্দ করি না।।।।। সেখানে কারণে অকারণে দল বেঁধে কৌশল চলে একে অপর কে ফাঁদে ফেলে অনেকটা পলিটিকস করার মতন আর সেটাতে থাকতে মন থেকে আমাদের তীব্র অনাসক্তি।।।।। 


অনেকে আবার পরোক্ষভাবে নানাপ্রকার ইঙ্গিত ও ইশারায় বিনা কোন প্রত্যক্ষ উচ্চবাচ্য না করে এটা বোঝাতে চায় যে আমরা অমুক কিংবা তমুক গ্রুপে অংশগ্রহণ করার জন্য যোগ্য ন‌ই তাই দয়া করে প্লীজ আমাদের অক্ষমতা বুঝে কোন গ্রুপে কেউ ইনভাইট করবেন না।।।।।। 


এখন কথা হচ্ছে কে বেশ যেন একটা বলেছিল যে সুপ্রীতি জানো তো 5000 এর বেশি ফ্রেন্ড যদি হয়ে যায় তাহলে আর কোন একস্ট্রা বন্ধু নেওয়া যায় না কারণ তখন আনলিমিটেড মানে ফলোয়িং হয়ে যায় তারপর সেটা শুনে আমি সমানে ভয়ে ভয়ে ফ্রেন্ড বেশি কোনদিন রাখতে চাইনি এর একটাই কারণ ছিল যে আমি তো সবার কাছে পৌঁছাতে চাই সেখানে যদি এইভাবে সীমাবদ্ধতা থাকে তাহলে কী করে পৌঁছাবো সকলের কাছে????

তাই সেটা অতিক্রম করতে না পেরে সেই উদ্বিগ্ন কোলাহলে বারবার থেকে গেছি 

আমি নিজে নিজেই ।।।। 


সৌরভ একটা কথা একদম ঠিক বলেছে যে এতো সংখ্যক বন্ধু থাকার পরেও যদি মরা সাপ কিংবা ল্যাটা মাছের মতন সকলে দূরে দূরে উদাসীন হয়ে পড়ে থাকে এই বোধের প্রসঙ্গে যে তোমার ডালে ঝোলে কেউ কোথাও নেই তারা কিংবা তুমি বাঁচলে কী মরে গিয়ে ছবি হয়ে প্রোফাইলে জ্যান্ত ঝুলবারান্দা হয়ে পড়ে র‌‌ইলে সে বিষয়েও কোনরূপ কোন আগ্রহ নেই তাদের তখন কেমন যেন একটা আত্মধিক্কার আর বিতৃষ্ণা ধরে যায়।।।।

মনে হয় এই ভিড় শুধু নামেতেই আমাদের কাঁধে ঝুলছে বা ঝুলতে লেগেছে আর ইচ্ছা না থাকলেও চরম বীতশ্রদ্ধ রাগে আমাদের অকর্মণ্য সন্তানের মতন তাদের কে বয়ে নিয়ে যেতে হবে তখন সেই ঝক্কির চেয়ে মনে হয় দূরে থাকা ভালো বা সম্পর্ক ঘুচিয়ে দেওয়া সবচেয়ে বেশি শ্রেয় হবে জন্মের মতন সেটাই আমাদের করা উচিত সবচেয়ে আগে তাতে অবসাদের ঘোর অমাবস্যার অন্ধকার কিছুটা হলেও কমবে।।।।।। 


একজন অতিরিক্ত পন্ডিত ব্যক্তির চরণধূলি পড়লো যেন আমার মনের বৃন্দাবনে যার আছে ঝুড়ি ঝুড়ি অনধিকার প্রবেশ কিংবা বন্ধুত্ব গড়ে তোলার রাস্তায় পদক্ষেপে হাজারো সতর্কীকরণ ও নিষেধাজ্ঞার প্রাচীর যেন অনেকটা নিয়ম নীতির বিধিবদ্ধ কোন আইন কানুন সেটা না মানলে বা মানতে চাইলে সেই অন্ধাকানুনে কারোর গর্দান পর্যন্ত গিয়ে ফাঁসি হয়ে যাবে।।।।। 


সত্যি ভাবা যায় বড় বিচিত্র বীজ গজগজ উচ্ছের মনুষ্য জাত আছে যারা অতিরিক্ত পরিমাণে ব্যস্ত আকার ইঙ্গিতে বোঝায় অচ্ছুৎ মার্গে অবস্থান করে যেন তাদের আশীষ পেয়ে সকলের জীবন ধন্য হয়ে যাবে।।।।। 


সত্যি কালে কালে আর কী কতটা দেখবো বা দেখতে পাবো সেটা ভগবান জানে।।।।। 


সাধু সাধু।।।।।




শাশ্বত সত্যের ধারাপাত

 


"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi 


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance 


##BK Joy Timeline Post with unique angle of thought and interpretation 



সুপ্রীতি বর্মন





শুনলাম: দুনিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু হয় মুরগির,,,,,


উপলব্ধি: দুনিয়া কে যে জাগাবার চেষ্টা করেছে,,,,, তার মৃত্যুর সম্ভাবনাই বেশি রয়েছে,,,,, 


কোঁকর কো ডাকে ভাঙা প্রত্যূষে গৃহস্থের দোর খোলে খোকাখুকু উঠে আর সেই মুরগির কাটা মাংসে সবথেকে বেশি সহজলভ্য ও সস্তায় জমকালো উৎসবের মান বজায় রাখা যায় বিনা কোন অতিরিক্ত প্রয়োজন আর আয়োজনের সংস্থান ছাড়াই বিশেষ করে মধ্যবিত্তের প্রাচীর ঘেরা সংকীর্ণ ঘেরাটোপে অল্প খরচে পেটভরে হোটেলে ভাত খাওয়ার মতন করে।।।।।।।। 

      অথচ এতো বেশি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক হবার পরেও তার‌ই মৃত্যুর সম্ভাবনাই সবচেয়ে বেশি রয়েছে।।।।।।।


অথচ সে সকল কিছু প্রমাদ গুণে দেখার পরেও জেনেশুনে জ্ঞানপাপী এর মতন জরাজীর্ণ ধূসর প্রান্তরে মাছির মতন মিছিলে মারামারি ও কোন্দলে সংক্রামিত অশৌচ কালযাপন দশায় কালো প্লাস্টিকের থলে ভর্তি মাংসের আমদানি করে চলতেই থাকে আপন মনমর্জির জীবনে।।।।।

পোড়া কড়াইয়ে মাংসের সুগন্ধ উড়ে উড়ে আসে আর সেই আঘ্রাণে মুগ্ধ জিহ্বার স্রোতে উপচে পড়া ভোগের শুরুয়াত

করে বিনা কোন আশঙ্কা এবং অবসাদ সামঞ্জস্য এর সমীকরণে ক্লেদাক্ত বিচ্ছিন্নতা ছাড়া ইচ্ছে পূরণের ঘনঘটার কোলাহলে।।।।।




শাশ্বত জটিল সত্যের আলিঙ্গন

 


"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi 


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance 


##Amal Anwar Timeline Post with unique angle of thought and interpretation 


##Statement by Humayun Azad 


##Rough Reality to Accept and Tolerate 


সুপ্রীতি বর্মন


ধান্দাবাজ লোকেরা গুটিসুটি মেরে ঘাড় চেপে ধরবে বলে নানা কৌশলে ফন্দি এঁটে ফাঁকফোকড়ে ভালো মনুষ্য এর মাথাগুলো চিবিয়ে তাদের হাড়ে দূর্বা গজিয়ে চুপচাপ ছাপামারা আসামীর মতন গৃহকোণে তৈলমর্দনে গর্ভবতী বিনয়ী হয়ে বসে থাকে যেন ভাজা মাছটা উল্টে খেতে উনি জানেন না সবসময় মুখে চোখে বিনয়ের অতিরিক্ত পরিমাণে আধিক্য।।।।।।

কোন রিপোর্ট এ অন্বেষণ করে যদি কালক্রমে এদের কে ধরা পড়ে যাবার অবকাশ থাকে তাহলে শুধু মেরেই যেতে আর পারে না কারণ তাদের সনাক্তকরণ হয়ে যায় আর হাটে তাদের হাঁড়ি ভেঙে যায় তখন আর কী করার????? যখন যখন নিজেদের সুবিধা ও সুযোগ মনে করে সেইভাবে নিজেদের আখের গোছানো জন্মের মতন তখন তাদের ঘুচে যায়।।।।।।। 

তার মানে সুবিধাবাদীরাই বিনয়ী হয়।।।।।।। 


আবার যারা প্রচন্ড বিনয়ী হয়ে লোকের সামনে এসে তাদের সাথে তেলে তেল মেরে রাঙাপলাশ সৌজন্যে হামাগুড়ি বোধে নিজেদের সমর্পণ করে অথচ কী বিনয়ী মুখে টু শব্দটি কিন্তু করে না কারণ ঐটাই হলো তাদের ছক্কা ফেলার প্রেক্ষাগৃহ নির্মাণ যেখানে যখন তখন ইচ্ছে করলেই হাত ঘুড়িয়ে মোয়া ছেলের হাতে পেয়ে গিয়ে চালাতে থাকে দিন রাত জল্পনা কী করে ভোগ করে যাবে অনন্তকাল তখন সেই বিনয়ীদের রিপোর্ট এ তাদের ধরা যায় না।।।।।

তাই আরামে সে দিন কাটিয়ে যেতে থাকে বিনা কোন ঝক্কিঝামেলায় তাই বিনয়ীরা সুবিধাবাদী হতে পারে প্রচন্ড পরিমাণে।।।।। 


তবে একটা পোস্টমর্টেম রিপোর্ট এর শেষ উক্তি ক্লাইমাক্স এ যে এসব চক্করবাজির জটিল ধাঁধায় পড়ে সাধারণ মানুষ অনেক সময় ভুল বুঝে বিনা অপরাধে কাউকে দোষী সাব্যস্ত করে দেয় যদিও সেখানে তার কোন দোষ নেই কারণ এই ঘোরালো পরিস্থিতি যেখানে সবকিছু ঘেঁটে একেবারে ঘ হয়ে গেছে সেখানে সঠিক বোধ কিংবা উপলব্ধি উৎপন্ন হবার মতন কোন সঠিক উৎস খুঁজে পাওয়া যায় না তাই এই প্রসঙ্গে সত্যিই কিছু করার নেই।।।।।।।




শাশ্বত সত্যের সৌন্দর্য

 


"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi 


##Straight Forward Reality merged with interpretation


##Fascinating Moment Celebration like Quality Time Spent With Someone Special very much close to you 


##হুমায়ূন আহমেদ সমগ্র গ্রুপের  Post with unique angle of thought and interpretation 


সুপ্রীতি বর্মন


Tagline:


BF এর সাথে দেখা করতে যাবার আগে প্রতি মেয়েই বোধহয় অপরূপা কাজলা দিদি হয়ে অপরূপ লাবণ্যে মোহময়ী শ্রেষ্ঠ রূপে নিজেকে সাজাতে চায় উদগ্র রমণে অনেক বেশি করে কারণ তার বয়ফ্রেন্ড এর ঐ এক ঝলক দৃষ্টিপাত তার উপর পড়বে যখন প্রথম দেখা হতেই রাস্তা কিংবা পথে ঘাটে তখন যেন অনেকটা শ্রেষ্ঠ রূপসী মোহে প্রতিপন্ন হবার শুভদৃষ্টির ক্ষণে তার নিজেকে মনে হবে যেটা কোন মেয়েই বোধহয় মিস করতে চায় না তাই সে সম্পূর্ণ রূপে সাজতে চায় নিজেকে কোন অংশে খুঁত না রেখে প্রেমিকের সাথে অভিসারে যাবার আগে কারণ তার অলঙ্কার তখন তার প্রেমিকের সোহাগ হয়ে যায়।।।।।।





শাশ্বত সত্যের ধারাপাত


 

"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi 


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance 


##Controversial issue regarding what is in name


##Giasuddin Shuvo Timeline Post with unique angle of thought and interpretation 


সুপ্রীতি বর্মন


Tagline: 


ভবিষ্যতে সন্তানের নাম কী রাখা হবে তা নিয়ে চরম তর্ক বিতর্ক এ ভেঙে গেল পরিচিত এক ছেলে মেয়ের দুই সপ্তাহের রিলেশন।।।।। 

আহারে কী শোচনীয় মর্মান্তিক পরিণতি যন্ত্রণার।।।।।। 


এখন ছেলে মেয়ের নাম কী রাখা হবে তাই নিয়ে অনেকের মধ্যে অনেক Psychological Issue regarding status and show off clarification থাকে আর সেটার উপর সবচেয়ে বেশি নির্ভর করে যে কোন পরিচয় বা নামকরণের ইতিহাস ।।।। 

     বাবা ও মায়ের নাম একেবারে সাত জন্মের গাঁটছড়া দিয়ে ধরে বেঁধে রাখতে দুজনের অনেক সময় নাম মিলিয়ে একটা নাম রাখা হয় আগামী প্রজন্মের যাতে করে তার মধ্যে তার বাবা ও মায়ের  অস্তিত্ব যুগ্মসত্তায় সমানভাবে বেঁচে থাকতে যাতে পারে যা এখনকার দিনের হালফিল ফ্যাশানের ট্রেন্ড হয়েছে।।।।।। 


আবার অনেকসময় এমন হয় যে কোন লোক নামকরণের ব‌ই এর খোঁজ লাগিয়ে দেয় পথে ঘাটে স্টেশন চত্বরে সময় ও সুযোগ পেলেই।।।।।

তার সন্দিহান অন্বেষণ এ সে যেন ঝাঁপিয়ে পড়ে যেন তেন প্রকারেণ তার সন্তানের নাম অতি আধুনিক মানের রাখতে গিয়ে কিংবা সকল কে ছাপিয়ে গিয়ে দেখবার মতন করতে গিয়ে যাতে হয় সেটা করার চেষ্টায় থাকতে গিয়ে সেখান থেকে নামকরণ করে।।।।। 

আর এটা করতে গিয়ে অনেক সময় সেই নামের বানান বা উচ্চারণ এতোটাই কঠিন হয়ে যায় যে সেটা গ্রহণ করে গলাধঃকরণ করার মতন হয়ে দাঁড়ায়।।।।। 

তবুও সেটাই সে রাখতে চায় কারণ লৌকিকতায় জমকালো পরিচয় এর সাক্ষর হতেই হবে সেই নামকরণ কে ।।।।।।।




শাশ্বত সত্যের ধারাপাত


 

 "Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance


##BK Joy Timeline Post with unique angle of thought and interpretation


##Sarcastic Story Line Magic 


সুপ্রীতি বর্মন


Tagline:


পোস্টটা কোনো রঙের নয় তাই মেখে ফেলবেন না তুলে রাখবেন মনে তে আর কাউকে এই পোস্ট ব্যক্তিগত ভাবে আক্রমণ করার উদ্দেশ্যে করা হয়নি সেটা সর্বাগ্রে মাথায় রাখবেন!!!!!!!


একদল ভেড়া কে এক নেতা কথা দিয়েছিল যে অনেক কম্বল ফ্রী তে তাদের দেওয়া হবে আর সেটা শোনা মাত্র‌ই সকলে খুশি তে নাচ তে লাগলো কিন্তু সেই কম্বলের উল কোথা থেকে আসবে সেই উৎস নিয়ে এক জটিল সমস্যা ও ধাঁধা থেকেই গিয়েছিল!!!!!!!


প্রশ্নের ঊর্ণনাভ জালেই দীর্ঘকাল আটকে থাকে এক রহস্যের চক্র যে সেই বিষ আর অন্তর্দহনের অন্তরালের যন্ত্রণা থেকে উঠে বের হয়ে আসতে পারে না শুধু কারণে অকারণে সকলে তলিয়ে যেতেই থাকে আসল উৎসের সন্ধান না পেয়ে!!!!!!!


মনুষ্য এমন এক জ্ঞানপাপী হয়ে অনেকসময় মুখে রা না কেটে আঙুল দিয়ে চুপ করে বসে থাকে যে সে সমানে ঝামেলা ঝক্কি এড়িয়ে শুধু দেখে যেতে থাকে নীরব দর্শকের মতন সেটাই করতে সে ভালোবাসে অনেকটা ধরি মাছ না ছুঁই পানির মতন!!!! তাই সেই উৎস অনেক সময় নাগালের বাইরেই থেকে যায় আর আমরা শুধু ডগে ডগে যেটুকু উচ্ছিষ্টভোজে উগরানো ফল পাওয়া যায় তাই খেতেই সবচেয়ে বেশি ভালোবাসি উদ্বিগ্ন কোলাহলের জীবন যাপনে!!!!!!!!


জিজ্ঞাসার মধ্যেই উত্তর অনেকসময় লুকিয়ে থাকে শুধু তাকে চোখ কান একটু খোলা রেখে খুঁজে নিতে প্রয়োজন হয় আর কিছু নয়!!!!!!!!




মঙ্গলবার, ২৫ মে, ২০২১

শুভ অক্ষয় তৃতীয়া

 


"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance specially in the segment of a trapped human being cornered


##BK Joy Timeline Post with unique angle of thought and interpretation



সুপ্রীতি বর্মন


Tagline:


Intellectual Spirit mingled Thought can tackle the complicated problem indirectly without hit the targeted object directly.....


##পেরেন্ট টিচার মিটিং এ এক বাচ্ছার বাবা সুন্দরী ম্যাডাম কে খুব মনোযোগ দিয়ে দেখছে!!!!!!!


##ম্যাডাম বললেন, "হ্যাঁ এই মনোযোগটাই আপনাকে আপনার বাচ্ছার প্রতি দিতে হবে"!!!!!!!!!


বাংলায় একটা প্রবাদ আছে হাতে না মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকসময় তাকে হাড়ে হাড়ে জব্দ করতে ভাতে মারতে হয় তাতে সাপ ও মরে আর লাঠিও ভাঙে না!!!!!!!!

একটি নারীর আত্মসম্মান কে সর্বক্ষণ বিষাক্ত নাগের নিঃশ্বাসে ধর্ষিত হয়ে যাবার আশঙ্কায় প্রহর ভেঙেই টিকে থাকতে হয় সে শিক্ষিত হোক বা অশিক্ষিত আর বোধহয় সেই কারণেই বেশ কিছু দুঃশ্চরিত্র লোকের ছুকছুকানির চীর হরণের স্পৃহা উমরে উঠতেই থাকে ক্ষণে ক্ষণে উপযাচকের মতন তার গায়ে পড়ে সময়ে অসময়ে!!!!!!

সেখানে তাকে ছাঁটাই করে গরুর পালের অনধিকার প্রবেশে খোয়াড়ে পাঠিয়ে দেবার মতন মৌখিক খড়্গাঘাতে ভেঙে দুটুকরো করে দেওয়া যায় সেই ক্ষণভঙ্গুর শরীর কে যার ফোকাস সবসময় ঐ ফাটা ডিমের মতন তলতল কুসুমের পায়ে পায়ে এগোনোর উত্তেজনায় পুনঃপৌনিক উচ্চারণে নিয়ম নীতির বাইরে ঝুলন্ত উদ্যানের মায়ায় গুড়ের মধ্যে পিঁপড়ের মতন আটকে থাকে!!!!!


তাই তাকে তার ফোকাসের লক্ষ্য বিন্দু কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার অবশ্যম্ভাবী প্রয়োজন হয়ে পড়ে না হলে সে টালমাটাল পায়ে কেবল ঢুকতেই থাকবে স্বেচ্ছাচারী মননে যেখানে সেখানে নিজের বাপের সম্পত্তি মনে করে সেটা সম্পূর্ণ অযৌক্তিক ও ঘৃণ্যজনক এক সংক্রামক ভাইরাসের মতন তাই তার থেকে সময় থাকতে থাকতেই এক স্পর্শযোগ্য দূরত্বে

থাকা উচিত ও কাম্য এবং প্রাসঙ্গিক বলে মনে হয়!!!!!!!!





শুভ অক্ষয় তৃতীয়া

 


"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi 


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance 


##Abhinandan Maity Timeline Post with unique angle of thought and interpretation 


##Exact Reality Behind the Cheap Popularity of acquiring a poet habit



সুপ্রীতি বর্মন


Tagline: 


যে কবিতা অসংখ্য মেয়ের ইনবক্সে যায় সেই সবচেয়ে বেশি বিখ্যাত কবি তার তুলনা নেই বা সত্যিই জুড়ি মেলা ভার।।।।।


এখন কথা হচ্ছে যেই আজকাল টাইমলাইন পাচ্ছে সহজলভ্য নেটের জন্য দু এক লাইন লিখে ফেলেই গোঁজামিল করে কবিতার সাক্ষরে কবি হয়ে পরিচিতি পেয়ে যাচ্ছে এমনটাই নাকি শুনতে পেয়েছিলাম জনৈক কোন গুণীজনের কাছ থেকে যে মার্কেটে দাঁড়িয়ে যদি কোন লাঠি ছোঁড়া যায় তাহলে যাকে লাগবে সেই কবি তার মাথাতেই আঘাত করবে ঐ লাঠি ভাবা যায় তার কী অসীম ধৈর্য এর সমীক্ষা এবং দূরদর্শিতা আর সাথে সাথে বিভিন্ন রকমের পত্রিকায় তার লেখার প্রকাশ সেখানে দু একটা পুরস্কার বা সম্মান হাসিল করার পরেই তার আর মাটিতে কিছুতেই পা পড়ছে না সে হয়ে গেছে উড়ো সংলাপ চিঠির দূত উড়ন্ত পক্ষীরাজ সকলের ধরা ছোঁয়ার বাইরে এই যেমন ঐ পাড়ার ঝর্ণা তবে সেটা করা তার অন্যায় নয় তবে পথভ্রষ্ট হয়ে না বুঝে করে যেতে থাকা অনেক সময় তার চরম অপরিণামদর্শীতার সাক্ষর হতে পারে যা তার দুর্দশা ও অবসাদগ্রস্থ চিত্তের কারণ হতে পারে।।।।। 


অন্যদিকে কিছু এমন ব্যক্তি আছেন যারা সম্পূর্ণ রূপে নগ্নদশা মানে উলঙ্গ দশার কাম ও ভোগ লালসা কে চরিতার্থ করতে ফেসবুকে আসে বা সাহিত্য চর্চায় কবিতা কে মাধ্যম হিসাবে গ্রহণ করে সেই অভীপ্সা কে পূরণ করতেই বেশি তাদের মন চায়।।।।।। 


কিছু একটা ভাইরাল হ‌ওয়া ভিডিও তে শুনেছিলাম যে একজন স্বনামধন্য প্রতিষ্ঠিত প্রফেসর যখন কলেজের ঐ অল্প বয়সী মেয়ের চক্করে সম্পূর্ণ রূপে দুশ্চরিত্র আখ্যায় ফেঁসে যায় তখন তার স্ত্রী বলে উঠে কে জানে বাবা সবসময় ওনার হোয়াটস আপে কবিতা পাঠানো চলছে নিজের থেকে কমবয়সী বাচ্ছা মেয়েগুলোর সাথে খালি দিনরাত ফোনের মধ্যে গুঁজে থেকে ফস্টিনস্টি করে চলেছে আর চারিত্রিক দুর্বলতায় খালি সময় সুযোগে পিছলে পড়া স্বভাব ওর থেকে গেছে তাই জানি না এইসব লোকগুলো কে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া উচিত আর না হলে এইসব হাড়বজ্জাত লোকগুলো কে বেধড়কা মার দেওয়া উচিত ভালো করে তবেই এদের জব্দ করা যাবে এছাড়া কোন উপায় নেই ।।।।। 

তখন ভাবি কেমন না কবিতা হলো একটা নষ্টামো করার জায়গা সেটাই সকলে উপর থেকে দেখে বিচার করে ভেবে নেয় কিংবা ভেবে নেয় একটা চরম মাধ্যম যার ভিতরের কমফর্ট জোন কে ব্যবহার করে অশ্লীল ভাবে কাম কে ভোগের উপকরণ করে ফেলা যায় সহজেই আর কেউ সেটা জানতে বা বুঝতে পারে না আসলে সেটা হয় কারণ অনেকেই প্রেমের ও কবিতার সমর্পণের আঙ্গিক ও ভাব বোঝে না শুধু তার উৎসারিত ফলশ্রুতি কেই আঁকড়ে ধরে রেখে আপ্রাণ চেষ্টায় বাঁচতে চায় তাকে আশ্রয় করে আর কিছুজন সেটা কে উপর থেকে মূল্যায়ন করে তার আগাপাস্তলা ছিঁড়ে শুধু বিদ্রূপাত্মক কমেন্ট করতেই ভালোবাসে উপর উপর বাহ্যিক দশায় থেকে।।।।।।। 


অন্যদিকে কেউ কেউ আছেন যারা ভাবেন কবিতা দিয়ে ইমপ্রেস করে কাউকে তার প্রেমে ফেলা যাবে আর সে ফিদা হয়ে যাবে তার উপর তাই কোন কারণে কোন মেয়ের রূপ যৌবন ও সৌন্দর্যে মোহিত হলেই সে তার ইনবক্সে কবিতা পাঠাতে শুরু করে দেয় অনেকটা শুভস্য শীঘ্রম এর মতন ভাবা যায় সদ্য সদ্য গজিয়ে উঠা প্রেমিকের কার্যকরী পদক্ষেপ কিংবা আত্মপরিচয় তবে সেটা অবশ্যই সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়।।।।।





শুভ অক্ষয় তৃতীয়া

 


"Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out in a Ridiculous Thought or Mockery to crack the hurdles of ins and outs by getting dried without any penetration of juicy temptation


##গোপাল ভাঁড় গ্রুপের পোস্ট ‌‌‌with unique angle of thought and interpretation


সুপ্রীতি বর্মন


Tagline:


এ দেশে মাছ শুকাইলে শুটকি


##এই মাছের শুষ্ক রুক্ষ বোধে দুর্গন্ধ জাগে উথলি পাথারে জিহ্বার আস্বাদনে ও ঘ্রাণে তবে অভ্যাসে তা বিলিয়ে যায় পারিপার্শ্বিক নিত্য যাপনে!!!!


ফল শুকাইলে আচার 


##এই শুষ্ক ও রুক্ষ বোধে খুব বেশি করে মশালার সাজ সরঞ্জাম এ মজে যাবার ভোগের সুযোগ থাকে অনেক বেশি চটকদার প্রলোভনে তাই জিহ্বায় গড়িয়ে আসে জল সুগন্ধির মন্ত্রমুগ্ধ আঘ্রাণে!!!!!


মেয়েরা শুকাইলে স্মার্ট .


##রসালো গোলগাল আলুথালু বেগুন এর ভর্তা হবার চেয়ে অনেকে আপ্রাণ চেষ্টায় না খেয়ে দেয়ে ডায়েট চার্টের লম্বা সর্পিলাকৃতির শুষ্ক রুক্ষ উষর বোধে স্টাইলিশ দেখানোর চক্করে নিজেকে পিটিয়ে পিটিয়ে হাড়পিংলা করে গড়ে তোলে যাতে করে মোহময়ী দৃষ্টি আকর্ষণ কারী হয়ে উঠতে পারে কেন্দ্রীয় চরিত্র হয়ে সকলের সমাবেশে!!!!!! 


আর ছেলেরা শুকাইলে গাঁজাখোর .


##অন্যদিকে ছেলেরা স্টাইল দেখাতেই হোক বা নিজের নেশার ঘোরের ঝোঁক কিংবা প্রবণতা থেকে শুরু করে দেয় গাঁজা খাওয়ার অভ্যাস যাতে অনেকসময় লুকিয়ে থাকে তার তালগোল পাকানো ঘেঁটে ঘ এর স্পৃহা পালিয়ে যাবার তাগিদ পিছুটান ছেড়ে!!!!!!!


সে সমানে পালায় সুযোগের অবকাশে আর তার অন্তরের আকাশে অবসাদের ধুম্রলোচন মেঘের ঘনঘটা বিষণ্ণ মনমরা আঙ্গিকে ধোঁয়ার কুন্ডলীকৃত সর্পের হলাহলের জাগরণে এবং ঐচ্ছিক পেশীর টান মন্দগতি লয় গড়ে তোলে তবুও হৃদয় সরসী গাঁজা বা নেশার চুরুটে ক্ষণিকের আভিজাত্য এর যাপন শ্লোক পাঠ শরীরী অভ্যাসের পুরাণ হয়ে রয়ে যায় সে শত চেষ্টা করেও সেটা ছেড়ে থাকতে পারে না !!!!!!!!!


অন্তঃসারশূন্যতার ইঙ্গিত স্টাইলের অন্তরালে কিংবা বিলাসিতার উচ্ছন্নে অভ্যাসে লুকিয়ে থাকে!!!!!!

শরীর মন পুড়ে পুড়ে ছাই হয়ে যায় শুধু আত্মার নির্গমন কিংবা নিষ্কৃতি পাওয়ার লোভে ঐ মুক্তির আকাশে!!!!!!!!

অভাব এলেও তাই বোঝা যায় না তোকে সঙ্গে করে ধরে বেঁধে রেখে মজে গিয়ে পিরিতি করে থেকে গিয়ে তোর সাথে কারণ তোর ঘরে বসত করে কয়জনা মন জানো না!!!!!!!!!!


শুকনো লঙ্কার ঝাঁঝ আর তেজ দুটোই বেশি আর শুকনো মাল যতো ঝরঝরে ও খরখরে হয় তত বেশিদিন টিকে থাকে যেখানে আলুথালু রসালো জিনিস খুব সহজেই আর তাড়াতাড়ি মানে অল্প সময়ের মধ্যেই পচে গলে একসা হয়ে যায় বেশিদিন টেকে না!!!!!!!


যত বেশি শুকনো তেই নিরেট প্রাণ এর জীবাশ্ম জেগে থাকে কিন্তু রসালো তে উত্থিত প্রাণ ডুবডুব দৃষ্টিকোণে জেগে উঠলেও সেটা টেকে না দীর্ঘস্থায়ী চরণে কারণ ঐ টিকে থাকার নিষ্প্রাণ আঁটোসাটো জিদ ও ধৈর্যের সংযমী যাপন এর অভ্যাস ও যন্ত্রণায় সিসৃক্ষা থাকে না তাই হয়তো কথায় বলে যে খেয়েই বেশি লোক মরে কিন্তু শুকিয়ে থাকলে কোন রোগ সহজে শরীরে বাসা বাঁধতে পারে না!!!!!!!





শুভ অক্ষয় তৃতীয়া

 


 "Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance


##MD Ataullah Timeline Post with unique angle of thought and interpretation


##Cursed Reality Behind the Transformation of a Character 


সুপ্রীতি বর্মন 


Tagline:


বিদ্রূপের মাঝে শিশু বেঁচে থাকলে চতুর্দিক থেকে লেলিহান অগ্নিশিখার মতন ভয়াল ভীষণ ক্রোধে ও আক্রোশের চক্রবূহ্যে সে প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠে আর অনেকটাই দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে ঘরকুণো কোনঠাসা হয়ে সঙ্কোচনশীলতায় ভুগতে থাকে সে পরিণামে তার মধ্যে কাপুরুষ সত্তা ও পালিয়ে যাবার স্পৃহা জেগে উঠে ভীষণ ভাবে যেটা সকলে ও একটু লাজুক বেশি ও নম্র ধীর স্থির শান্ত বলে আখ্যা দেয় সঠিকভাবে তাকে উপলব্ধি করতে না পেরে !!!!!!


আবার কলঙ্কের মাঝে সে বেঁচে থাকলে  অনেকটা কর্পূর এর মতন ধিকি ধিকি আগুনের জিইয়ে রাখা কাঠির মতন শুকিয়ে মরে মরে চরম হীনম্মন্যতায় ভুগে অপরাধবোধের প্রবণতা জাগে তার মধ্যে আর বুকের মধ্যে উঠতে থাকে না বলতে পারার অপ্রকাশ্য যন্ত্রণা অনেকটা নরকের মতন ফলে চরম অনিশ্চয়তার ঝড়ে তার অস্তিত্ব উন্নীত শিরে দাঁড়াবার মতন স্পর্ধা হারিয়ে গুড়িয়ে যায়!!!!!





শুভ অক্ষয় তৃতীয়া

 


 "Instagram Magic Screenshots Classics Interpretations"


Slideshow


By Chandramukhi


##Straight Forward Reality merged with interpretation


##Clear Cut Way Out Realization from the Darkness of Ignorance


##মলয় রায় চৌধুরীর Timeline Post with unique angle of thought and interpretation


##Coventional Habituated State of People for the sake of Protest in the name of writings 


((Without Any type of Personal attack against anyone's interest ))


সুপ্রীতি বর্মন 


প্রথম নির্বাচন থেকেই দেখে আসছি আর দেখে চলেছি আর দেখতে দেখতে এইরকম ভাবেই একদিন কেটে পড়বো,,,,,,

আপনারা র‌‌ইলেন গপপো উপন্যাস লিখবেন আর নেতারা র‌‌ইলেন,,,,,,


দেখতে দেখতে নিষিদ্ধ প্রাচীরের আড়ালে থাকা বদ্ধ জীবের ন্যায় নীরব দর্শকের মতন থাকাই অনেকটা সন্তর্পণে গুটিয়ে থাকা শামুক মনুষ্য জীবনের শ্রেষ্ঠ আশ্রয় বলে অনুমান করা হয় তার থেকে নিশ্চিত আশ্রয় আর কিছু হতে পারে না আর তারপর সুযোগ সুবিধা মতন একদিন সরে পড়লেই সকল প্রকার ল্যাটা চুকে যায়!!!!!


মনেতে যদিও কিন্তু কিন্তু ভাব থাকে তবুও তার সম্প্রসারণ কতিপয় মনুষ্য গপপো উপন্যাস লিখে ক্ষান্ত হয়ে যায় তাতেই তার সংক্ষিপ্ত সীমিত পরিসরে মুক্তি ঘটে ব্যাস ঐ আর কী!!!!!! 


ভোটের আগে নেতাদের মিটিং মিছিলের জমায়েত এর ভিড়ে জমজমাট পথ প্রদর্শনে মুখ বুজে চলতে থাকা শামুক মনুষ্য জীবন এর পদদলিত মিছিলের স্লোগানে দলাইমালাই শীর্ণকায় অস্তিত্ব এর হলাহল উঠে আসে তবুও উঠানামার পর্যায় সারণীর ক্রমে বর্ণান্ধ জ্যোতি ফরফর করে জোনাকির পুচ্ছদেশে ক্ষণিকের বিচ্যুতি ঘটায় ক্ষমতার প্রদর্শনে তবুও তার মৃত্যু বোকাবাক্সে বন্দী হয়েই থেকে যায় সম্পূর্ণরূপে সমগ্র সময় জুড়ে!!!!!!


মাথা কে অনুসরণ করতে করতে আর তার পেছনে গড্ডলিকা প্রবাহের মতন অন্ধ হয়ে ছুটতে ছুটতে অভিভাবকের প্রহসনে ও প্রলোভনের দ্বিচারিতায় অন্ধ হয়ে স্কন্ধকাটা দৈত্য এর মতন হুটোপুটি গড়াগড়ি খেতে থেকে মানুষ শুধু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে থেকে যায় লক্ষ্যহীন ভাবে সম্পূর্ণ রূপে আর সেইভাবে ক্রমে ক্রমে একদিন তারা উদ্বাস্তু হয়ে পড়ে হারিয়ে যায় চিরতরে কালগর্ভে!!!!! 


তার‌ই মধ্যে বিভিন্ন আঙ্গিকে সেইসব ছড়াছবি তে প্রকাশিত কথাকলি মুখরিত রূপান্তরকামী গল্প উপন্যাস সমগ্র এ ধূলি ধূসরিত কায়ায় কল্পনা বাস্তব হয়ে মুখ গুঁজে থেকে যায় কখন সত্যিকারে রূপ পাবে বলে??????


আর ঐদিকে তখন পূর্বরাগের সুরে রহস্য এর ইন্দ্রজালে নেতৃত্বের শিলান্যাসের ভাষণ মাথামোটা চ‌ওড়া জগদ্দল মোড়া রাস্তায় শুকনো ঝরা পাতার মতন মরিচের ঝাঁঝে উড়তে থাকে দিশা না পেয়ে শীর্ণকায় শরীরে ''জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা" ঐক্যবদ্ধ মন্ত্রে দিকে দিকে সমবেত কণ্ঠে উচ্চারিত হবার আশায়!!!!!!